রেজুয়ান আহমেদ সৈকত, ময়মনসিংহ প্রতিনিধিঃ
গতকাল রাত ৯টার দিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন সাহেব ওনার নিজ থানা ত্রিশাল উপজেলার রুদ্র গ্রাম এ সাধারণ মানুষের খুঁজ খবর নিতে ছুটে যায়। প্রথম পর্যায়ে অত্র এলাকায় মানুষের সার্বিক পরিস্থিতি ও তাদের সমস্যা গুলোর কথা তুলে ধরার জন্য একে একে উপস্থিত এলাকাবাসীর কথা বলার জন্য সুযোগ করে দেন।
ডাঃ মাহবুবুর রহমান লিটন সাহেব ওনার বক্তব্যে আগামী দিনের এলাকার উন্নয়ন মূলত কাজ কিভাবে করা যায় ও বিগত দিনের গণতন্ত্র হরণকারী ও ফ্যাসিবাদের চিত্র তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা বিএনপির (আহ্বায়ক) জনাব, এনামুল হক ভূইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জহির মোঃ আতাউর রহমান শামীম, যুগ্ম আহ্বায়ক মোঃ জিয়াউল হাসান জামিল, ত্রিশাল উপজেলা যুবদল ও শ্রমিক দল এবং অন্যান্য সংগঠনের এর নেতৃবৃন্দ।
ত্রিশাল উপজেলা বিএনপির (আহ্বায়ক) জনাব, এনামূল হক ভূইয়া উনার বক্তব্যে বলেন. বিগত দিনে গণতন্ত্র হরনকারী ফ্যাসিবাদের ধূসরেরা যে ভাবে জাতীয় সংসদ এর মত একটি পবিত্র স্থানে যেখানে দেশের আইন প্রণয়ন করা হয় সেই জায়গায়। আবদুর রহমান বদি, সাউথ এশিয়ান শ্রেষ্ঠ ইয়াবা ব্যবসায়ী যার মাধ্যমে হাজার হাজার যুবক আজ ধ্বংসের পথে এর মত একজন নিকৃষ্ট ব্যক্তিকে আওয়ামী লীগ নমিনেশন দিয়ে সংসদে নিয়ে গেছেন, মুসলিম দেশে জাতীয় সংসদ এ বাউল শিল্পী মমতাজ এর মত একজন মহিলাকে দিয়ে গান করে জাতীয় সংসদকে কলঙ্কিত করেছেন।
তিনি আরো বলেন. এই বাংলাদেশের মাটিতে আগামীদিনে জাতীয় সংসদ এ তাঁরাই যাবেন, যাদের মেধা শক্তি আগামী দিনে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এবং অগামীদিনে যোগ্য ডিগ্রিধারী ও মেধাবী প্রার্থীকে সাধারণ জনগণ এর ভোটের মধ্যেমে সংসদে পাঠানোর জন্য অনুরোধ জানান। যাতে এদেশ মাদক মুক্ত, উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করেন।