শাহজাহান সাজু, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার উত্তর গোবিন্দপুর (বাঘারিচর) গ্রামে জোরপূর্বক বাড়ির জায়গা দখল ও উদ্দেশ্যমূলক ভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং বিভিন্ন গণমাধ্যমে সৎ ভাই আব্দুল মালেক কর্তৃক মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিল্লাল মিয়া ও তার পরিবার সদস্যরা। শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১১ ঘটিকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিল্লাল মিয়া বলেন, আমি একজন শ্রমজীবী মানুষ। কৃষি কাজের পাশাপাশি মনোহারীর ব্যবসা করি। আমার সৎ ভাই আব্দুল মালেক ও অন্যান্য ভাই-বোনদের নিয়া পৈতৃক সহায় সম্পত্তির হিস্যা অনুযায়ী ঘরোয়ানা সূলেনামা বন্টন দলিল করে যার যার অংশ প্রাপ্ত হইয়াছি।
কিন্তু আমার সৎ ভাই আব্দুল মালেক তার পরিবারের অন্যান্য সদস্যদের নিয়া লোভের বশবর্তী হইয়া বেআইনি ভাবে আমার বাড়ির জায়গা-জমি দখলের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল আনুমানিক ১০ ঘটিকার সময় আমার সৎ ভাই আব্দুল মালেকের নেতৃত্বে তার পরিবারের অন্যান্য সদস্যগণ দেশীয় অস্ত্রাধি নিয়া আমার বাড়ির জায়গা দখল করিতে আসিলে আমি বাধা দেই। এক পর্যায়ে তাহারা আমাকে গালিগালাজ করে ক্ষিপ্ত হইয়া আমাদের ঘরের বাইরের জিনিসপত্র ভাঙচুর করে এবং আমার বড় ভাই সুলাল, ভাইয়ের বউ অন্তরা, মাতা রহিমা খাতুন কে মারপিট করে এবং আমার ঘর হইতে নগদ টাকা স্বর্ণালংকার ছিনাইয়া নেয়। যাওয়ার সময় আমার বাড়ির সামনের মনোহারি দোকানের টাকা ও মালামাল লুট করে। পরে হুমকি দিয়া বলে আমি আইনের সাহায্য নিলে আমাকেসহ পরিবারের সদস্যদের হত্যা করবে। মিথ্যা মামলা দিয়া ফাসাইয়া দিবে। এছাড়াও আমার সৎ ভাই আব্দুল মালেক বিভিন্ন গণমাধ্যমে আমাদেরকে আওয়ামী লীগের প্রভাবশালী মহল বানিয়ে বিভিন্ন মিথ্যা তথ্য-উপাত্ত দিয়া সংবাদ প্রচার করিয়াছে। যাহার সাথে আদৌ আমাদের কোনো সম্পৃক্ততা নাই, আমরা নিরীহ মানুষ। আমরা কোন সমাজ বা রাষ্ট্রবিরোধী কাজের সহিত জড়িত নই। লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, আমার ও আমার পরিবারের সদস্যদের বিরুদ্ধে গণমাধ্যমে এমন মিথ্যা সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি মাননীয় প্রধান উপদেষ্টা ও প্রশাসনের কর্মকর্তাদের নিকট এর সুষ্ঠু বিচার দাবি করছি। সংবাদ সম্মেলনে মৃত গোলাম হোসেনের স্ত্রী ও বিল্লাল মিয়ার মাতা রহিমা খাতুন বলেন, মালেক আমার সৎ ছেলে। সে আমার ছেলেদের বাড়ির জায়গা জোরপূর্বক দখল করে বাড়িতে থাকতে দিচ্ছে না।
এমনকি আমাকেও বাড়ি থেকে বের করে দিতে চায়। আমি মালেকের জুলুম-নির্যাতনের বিচার চাই। এ ঘটনায় আইনগত সুবিচার চেয়ে বিল্লাল মিয়া (৩৫) পিতা মৃত গোলাম হোসেন বাদী হয়ে সৎ ভাই আব্দুল মালেক ও তার পরিবারের সদস্যদের নামে হোসেনপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, (২২ এপ্রিল) আব্দুল মালেক ও তার পরিবারের সদস্যরা জোরপূর্বক সৎ ভাই বিল্লাল মিয়ার বাড়ির জায়গা দখল করতে গেলে বাধা দেওয়ায় ১ নং বিবাদী আব্দুল মালেক ও তার পরিবারের সদস্যরা বিল্লাল মিয়া ও তার পরিবারের সদস্যদের উপর ধারালো দা, লোহার রড, শাবল, খন্তি, কুড়াল, লাঠি দিয়ে আঘাত করে। বাড়ি-ঘর ও দোকানের ক্ষতিসাধনসহ লুটপাট করে। বিল্লাল মিয়া ও তার পরিবারের সদস্যদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন আসিয়া বিবাদীদের কবল হইতে উদ্ধার করে। বিবাদীদের মারপিটে বিল্লাল মিয়া ও তার ভাই সুলাল মিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল কিশোরগঞ্জে চিকিৎসা গ্রহণ করে। বিল্লাল মিয়ার ভাই বউ অন্তরা, মাতা রহিমা খাতুন স্থানীয় চিকিৎসা গ্রহণ করে। এ ব্যাপারে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন লিখিত অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।