২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা জিলকদ, ১৪৪৬ হিজরি

কেমন গেলো নিউজপেপার অলিম্পিয়াড ঢাকা সিলেকশন রাউন্ড?

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি

দেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক পত্রিকা দ্য ডেইলি স্টারের ও বিকাশের সৌজন্যে আরম্ভ হয়েছে ন্যাশনাল নিউজপেপার অলিম্পিয়াড সিজন- ৪ শুক্রবার (২৫ এপ্রিল) রাজধানী ঢাকার কাওরান বাজারে দ্য ডেইলি স্টার সেন্টারের অফিস ভবনের ৩য় তলায় এই সিজনের ঢাকা সিলেকশন রাউন্ডটি শুরু হয়।

অলিম্পিয়াডটির সভাপতি ছিলেন মো: আহসানুল মাহবুব লাব্বি (সভাপতি, ন্যাশনাল নিউজপেপার অলিম্পিয়াড )। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব জনাব মাশফিক এনাম তুর্য।

অতিথির বক্তব্যে জনাব মুশফিক এনাম তুর্য পরীক্ষার শুরুতে পরীক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে বলেন, “আপনারা সবাই এখানে পরীক্ষা দিতে এসেছেন। হয়তো অনেক পরীক্ষার প্রশ্নের উত্তর আমরা করতে পারি, অনেক প্রশ্নের উত্তর আমরা পারি না। অনেক সময় হয়তো আমরা সাকসেসফুল হই, অনেক সময় সাকসেসফুল হই না।

কিন্তু পরীক্ষা দেওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরীক্ষার মুখোমুখি হওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরীক্ষায় ভালো করার জন্য চেষ্টা করাটা গুরুত্বপূর্ণ।”

তিনি আরো জানান, ” রিজিক দেওয়ার মালিক আল্লাহ। আপনার কাজ চেষ্টা করা। বাকিটা আল্লাহর হাতে। যদি চেষ্টা করার পরেও ঐ জিনিস আপনি না পান তবে বুঝতে হবে ঐ জিনিস আপনাদের জন্য কল্যাণকর নয়।”

সভাপতি মাহবুব লাব্বি জানান, “পরীক্ষার প্রশ্ন কেমন হবে তা বিষয় না।যেহেতু এটা আমাদের নিউজপেপার অলিম্পিয়াড সুতরাং পত্রিকার বিষয়াবলি নিয়ে প্রশ্ন হবে। যারা নিয়মিত জাতীয় দৈনিক পত্রিকার সংবাদ পড়বে তারা খুব সহজেই উত্তর করতে পারবে। কেননা প্রশ্ন সব জাতীয় দৈনিক পত্রিকা থেকেই এসেছে।”

এছাড়া এই সিলেকশন রাউন্ডটির ফলাফল ১ সপ্তাহ পরে প্রকাশিত হবে বলে জানান তিনি।

জানা যায়, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদেরকে পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়। A (Class 3 to 5), B (Class 6 to 8), C ( Class 9 to 10), D ( Class 11 to 12), E (University)। সকাল ৭টা ১৫ মিনিটে অলিম্পিয়াডের কার্যক্রম আরম্ভ হয়ে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে শেষ হয়। পরীক্ষা শেষে অংশগ্রহণকারীদেরকে পার্টিসিপেশন সার্টিফিকেট প্রদান করা হয়।

পরীক্ষা শেষে শিক্ষার্থীদের অনুভূতি জিজ্ঞাসা করা হলে শিক্ষার্থীদের একাংশ জানান, প্রশ্ন স্ট্যান্ডার্ড লেভেলের হয়েছে।

অংশগ্রহণকারীদের মধ্যে E ক্যাটাগরির (বিশ্ববিদ্যালয়) একজন শিক্ষার্থী জানান, প্রশ্ন পূবর্বর্তী প্রশ্নব্যাংক থেকে কমন এসেছে। কিন্তু আমি ঠিকমতো পড়িনি বলে অনেক সহজ প্রশ্নের উত্তর দিতে পারিনি।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ব্র‍্যাক বিশ্ববিদ্যালয়, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ, স্কুল-কলেজসহ ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সিলেকশনটিতে ১০০ জনের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং চার শিফটে পরীক্ষা নেয়া হয়।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

দীঘিনালায় উপজেলা প্রশাসনের আয়োজনে মে দিবস পালিত

মোঃ হাচান আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি খাগড়াছড়ি জেলার দীঘিনালায় আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫ যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে

উজিরপুরে বাসের চাপায় শ্রমিক দল কর্মী নিহত – সড়ক অবরোধ

মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর প্রতিনিধিঃ মহান মে দিবসের র‌্যালী শেষে রাস্তার পাশে খিচুড়ি খাওয়ার সময় ঢাকা-বরিশাল মহাসড়কের পূর্ব ধামসর সোনার বাংলা বাজার নামক স্থানে হানিফ

ভূজপুরের মুফতি শাহেদ সুলতানী কাতার ধর্ম মন্ত্রণালয়ে ইসলামিক স্কলার নিযুক্ত

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি: কাতারের ইসলামিক কালচারাল অ্যান্ড দাওয়াহ সেন্টার ‘ফানার’-এ “ইসলামিক স্কলার এন্ড দায়ী” হিসেবে নিযুক্ত হয়েছেন বাংলাদেশের প্রতিভাবান আলেমে দ্বীন, হাফেজ মাওলানা মুফতি

চট্টগ্রামে বিতর্কের জেরে সপ্তম শ্রেণির শিক্ষার্থী খু’ন, চার সহপাঠী গ্রেপ্তার

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি চট্টগ্রামের চান্দগাঁওয়ের সানোয়ারা ইসলাম বয়েজ হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্র রাহাত খান (১২)‌-কে পূর্ব বিরোধের জেরে তার সহপাঠীরা হত্যা করেছে বলে অভিযোগ

Scroll to Top