১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

লালমনিরহাটের তিস্তা টোল প্লাজায় মারামারির ঘটনা মামলায় আটক ২ জন

রবিউল ইসলাম বাবুল, লালমনিরহাট প্রতিনিধি:

লালামনিরহাটের তিস্তা সড়ক সেতুর টোল প্লাজায় ১০ টাকার টোল নিয়ে মারামারির ঘটনায় এজাহার ভূক্ত ২ জন কে গ্রেফতার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ।

শুক্রবার (২৫ এপ্রিল) পুলিশের একটি দল লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নে অভিযান চালিয়ে কুর্শামারী এলাকা থেকে আবু বক্কর(৪৮) ও মোফা ৪২ কে গ্রেফতার করেছেন।

উল্লেখ যে গত ২৩ এপ্রিল লালামনিরহাট তিস্তা সড়ক সেতু-১ এর টোল প্লাজায় হামলা ও মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় টোল আদায়কারী সহ-তিন কর্মচারী আহত হন।

এদিকে টোল প্লাজার মালিকের পক্ষ থেকে নাজমুল আলম বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেন। লালমনিরহাট সদর থানা মামলা নম্বর- ৬২ /২৫ ইং।

এদিকে বিএনপি নেতা রাজুকে মামলার ১ নম্বর আসামী ও আবু বক্কর ২ নম্বর আসামী করে ১৫ জনের নাম উল্লেখ সহ-আরও অজ্ঞাত ২০/২৫ জনকে আসামী করেন। এ মামলায় ভাংচুর ১৪ লক্ষ টাকা নিছিয়ে নেওয়ার ঘটনা উল্লেখ করা হয়।

খোঁজ নিয়ে জানাগেছে আটক আবু বক্কর (৪৮) গোকুন্ডা ইউনিয়নের গুরিয়াদহ গ্রামের সাহেব আলীর ছেলে ও আটক মোফা (৪২) একই এলাকার বাসিন্দা। আবুবক্কর গোকুন্ডা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি। তিনি টোলপ্লাজায় হামলা ও লুটপাটে করা মামলার এজাহার ভুক্ত ২ নম্বর আসামী ছিলেন।

এ ব্যপারে লালমনিরহাট সদর থানার ওসি মোহম্মদ নুরনবীর সঙ্গে মুঠোফোন আলোচনা হলে তিনি দৈনিক আমার বাংলাদেশ সাংবাদিক কে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,গ্রেফতার দুই আসামীকে জেল হাজতে পাঠানো হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top