৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

২৮ বছর পর আদালতের রায়ে উচ্ছেদ অভিযানে জায়গা দখলমুক্ত

সৈয়দ মাকসুমুল হক চৌধুরী সিয়াম, মোহনগঞ্জ প্রতিনিধি:

আদালতের রায়ে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের ওয়ারিশের ১ একর ৭৪ শতক জমি উচ্ছেদ অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে। আদালতের রায়ে উচ্ছেদ অভিযান চালিয়ে ওই জমিতে থাকা একটি পাকা ঘর ভেঙে দেওয়া হয়েছে। উদ্ধারকৃত জমির বর্তমান বাজার মূল্য ৫ কোটি টাকার বেশি বলে জানা গেছে।

সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, পৌর শহরের দৌলতপুর এলাকায় দাদীর ওয়ারিশের ১ একর ৭৪ শতক জায়গার দাবিতে ২৮ বছর আগে আদালতে মামলা করেন স্থানীয় আব্দুল ছাত্তার ও তার ভাই মরম আলী। মামলা চলাকালে গত ৭-৮ বছর আগে মারা যান মরম আলী। প্রায় ৬ বছর আগে মারা যান আব্দুল ছাত্তার। তবে তাদের ছেলেরা শহীদ মিয়াগং মামলা চালিয়ে যান। গত কয়েক বছরে ওই সম্পত্তির পক্ষে ৩ দফা ডিক্রি পান তারা। সম্প্রতি আদালতের চূড়ান্ত রায় পান আব্দুল ছাত্তার ও মরম আলীর সন্তানেরা।

বাদী পক্ষের আবেদনের প্রেক্ষিতে জায়গা মেপে বুঝিয়ে দেওয়ার নির্দেশনা দেন আদালত। পরে সোমবার আইন কমিশনারের নেতৃত্বে সংশ্লিষ্টরা ওই জায়গার দখল বুঝিয়ে দিতে আসেন। ওই জায়গায় স্থাপনা তোলায় সেগুলো আজকে ভেঙে দেওয়া হয়েছে।

এসময় সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তা ও সার্ভেয়ার, পুলিশ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা ও সাংবাদিকগণরা উপস্থিত ছিলেন। মামলা চলাকালে বিবাদী পক্ষ কিছু জমি কৌশলে খারিজ করে অন্যজনের কাছে বিক্রি করে দিয়েছেন।

বাদী মৃত মরম আলীর ছেলে শহীদ মিয়া বলেন, আমার দাদীর ওয়ারিশের সম্পত্তি ওই পক্ষের লোকজন দিচ্ছিল না। আমার বাবা-চাচা মিলে ওই জমির দাবিতে মামলা করেন। মামলা চলাকালে আমার বাবা-চাচা মারা যান। আদালত সম্প্রতি জায়গা মেপে দখল বুঝিয়ে দেওয়ার রায় দিয়েছেন। তাই আজকে এই কার্যক্রম চলছে।

অপর বাদী মৃত আব্দুল ছাত্তারের ছেলে মো. রবি মিয়া বলেন, স্থানীয় কেদু বেপারী ও গেদু বেপারীর কাছে আমার বাবার দাদীর ওয়ারিশ পাওনা ছিল। তারা ওয়ারিশ না দেওয়ায় বাবা-চাচা মিলে ওই মামলা করেন। যদিও মামলা চলাকালে বাদী-বিবাদী সকলেই মারা গেছেন। উভয় পক্ষের সন্তানেরা মামলা চালিয়ে গেছে দীর্ঘদিন। অবশেষে আমরা রায় পেলাম। তাই আজকে জায়গা বুঝিয়ে দেওয়া হচ্ছে। নেত্রকোণা জেলার আইন কমিশনার সংশ্লিষ্ট লোকজন নিয়ে জায়গাটি মেপে বুঝিয়ে দিচ্ছেন।

ওয়ারিশদার শহীদ মিয়া, নয়ন মিয়া ও জাহাঙ্গীর আলম বলেন, আমরা এই জায়গার ওয়ারিশদার। দীর্ঘ বছর ধরে মামলার পর আদালত আমাদের পক্ষে রায় দিয়েছেন। তাই আজকে জায়গাটি দখলমুক্ত করে মেপে বুঝিয়ে দিচ্ছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অভিযানের নেতৃত্বে থাকা জেলার আইন কমিশনার তরুণ কমল বিশ্বাস বলেন, আদালতের নির্দেশেই জায়গা মেপে প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হচ্ছে। ওই জায়গায় কোন স্থাপনা থাকলে সেটা অপসারণের নির্দেশনা দিয়েছেন আদালত। তাই ওই জায়গায় থাকা স্থাপনা অপসারণ করা হচ্ছে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

ভূজপুরের মুফতি শাহেদ সুলতানী কাতার ধর্ম মন্ত্রণালয়ে ইসলামিক স্কলার নিযুক্ত

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি: কাতারের ইসলামিক কালচারাল অ্যান্ড দাওয়াহ সেন্টার ‘ফানার’-এ “ইসলামিক স্কলার এন্ড দায়ী” হিসেবে নিযুক্ত হয়েছেন বাংলাদেশের প্রতিভাবান আলেমে দ্বীন, হাফেজ মাওলানা মুফতি

চট্টগ্রামে বিতর্কের জেরে সপ্তম শ্রেণির শিক্ষার্থী খু’ন, চার সহপাঠী গ্রেপ্তার

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি চট্টগ্রামের চান্দগাঁওয়ের সানোয়ারা ইসলাম বয়েজ হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্র রাহাত খান (১২)‌-কে পূর্ব বিরোধের জেরে তার সহপাঠীরা হত্যা করেছে বলে অভিযোগ

রাজশাহীর দূর্গাপুর খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহের উদ্বোধন

মোঃ সিহাবুল আলম সম্রাট, রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর দূর্গাপুর উপজেলায় সরকারি খাদ্য গুদামে কৃষকদের কাছ থেকে বোরো ২০২৫ মৌসুমের ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে গতকাল

উজিরপুরে ব্যবসায়ীর দোকানে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

মোঃ মাহফুজুর রহমান মাসুম, বরিশাল প্রতিবেদক উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের ডাবেরকুল বাজারের শাহজাহান সুপার মার্কেটের একটি দোকান ঘরে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে ছাত্রদল

Scroll to Top