৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

মনোহরদীতে ভয়াবহ ডাকাতি: অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার, নগদ অর্থ লুট!

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীর মনোহরদী উপজেলায় ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। ২৮ এপ্রিল ২০২৫, সোমবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে একদুয়ারিয়া ইউনিয়নের নোয়াদিয়া গ্রামে সংঘটিত হয় এই হৃদয়বিদারক ঘটনা। দুর্বৃত্তদের টার্গেট ছিল গ্রামের বাসিন্দা মো. রিয়াজ উদ্দীনের বাড়ি।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে ৫-৬ জনের একটি সশস্ত্র ডাকাতদল কলাপসিবল গেটের তালা ভেঙে বাড়িতে প্রবেশ করে। তারা পরিবারের সকল সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে এবং বেঁধে ফেলে। ডাকাতরা এসময় রিয়াজ উদ্দীনের স্ত্রী সেলিনা (৪৫)–কে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

ডাকাতরা ঘরের আলমারি, ড্রয়ার, তাক ইত্যাদি তছনছ করে ফেলে। তারা ঘর থেকে প্রায় ৩ ভরি স্বর্ণালঙ্কার, ৩ লক্ষ নগদ টাকা, একটি টিভি ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতির সময় পরিবারের অন্য সদস্যদেরও কিলঘুষি, চড়-থাপ্পড় মারার মাধ্যমে নির্যাতন চালানো হয়।

বর্তমানে আহত সেলিনা মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে ভর্তি অবস্থায় তিনি জানান, ডাকাতির সময় তারা ভীষণ আতঙ্কিত হয়ে পড়েন। ডাকাতরা নির্দয়ভাবে তার মাথায় কোপ দেয়, যা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। তাদের লক্ষ্য ছিল শুধু মালামাল লুট, কোনো ধরনের মানবিকতা তাদের মধ্যে দেখা যায়নি।

এদিকে এই ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জব্বার জানান, ঘটনার তদন্ত চলছে এবং ডাকাতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। শিগগিরই দোষীদের আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দেন তিনি।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

ঈশ্বরদীতে রেললাইনে ব্যবসায়ীর খন্ডিত মরদেহ! পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

রিফাজ বিশ্বাস লালন, ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে রেললাইন থেকে এক ব্যবসায়ীর মাথাবিচ্ছিন দ্বিখন্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে

১৯৯১ সালের এইদিনে হাতিয়াবাসী হারিয়েছিলো প্রায় ১০ হাজার তাজা প্রাণ!

মো: দিদার উদ্দিন, হাতিয়া প্রতিনিধি: আজ ভয়াল ২৯ এপ্রিল! এদিন ‘ম্যারি এন’ নামক ভয়াবহ ঘূর্ণিঝড় লণ্ডভণ্ড করে দেয় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকায় পূরো উপকূল। লাশের পরে

চট্টগ্রামে মানবাধিকার ফোরামের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি: ১৯৯১ সালের ২৯ এপ্রিলের ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে নিহতদের স্মরণে বাংলাদেশ মানবাধিকার ফোরাম চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা

বোয়ালখালীতে যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি: যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় ‘টেকাব’ শীর্ষক প্রকল্পের অংশ হিসেবে বোয়ালখালীতে দুই মাসব্যাপী ভ্রাম্যমাণ কম্পিউটার বেসিক অ্যান্ড নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী

Scroll to Top