নিজস্ব প্রতিবেদক:
ভারতের পানিবন্ধের হুমকির কড়া জবাব দিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তিনি বলেছেন, “একটি ইট এলে তার জবাবে আমরা পাথর ছুড়ব।”
মঙ্গলবার (২৯ এপ্রিল) পাকিস্তানের সিনেটে বক্তব্য দেওয়ার সময় তিনি এই হুঁশিয়ারি দেন। জিও নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসহাক দার বলেন, “পহেলগাঁওয়ের হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত সিন্ধু পানি চুক্তি বাতিল করতে চাইছে, অথচ এই ঘটনা পুরোপুরি সাজানো নাটক।” তিনি জোর দিয়ে বলেন, “ভারত একতরফাভাবে এ চুক্তি বাতিল করতে পারে না।”
তিনি আরও দাবি করেন, পাকিস্তানের অবস্থানের পক্ষে আন্তর্জাতিক সমর্থন রয়েছে। চীন ও তুরস্ক তাদের পাশে আছে বলেও জানান তিনি।
দার বলেন, “ভারত এখনও পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি। বরং আমরা ইতিবাচক কূটনৈতিক প্রচারণা চালিয়ে যাচ্ছি।”
এর আগে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ আসিফও রয়টার্সকে বলেন, ভারতের হামলা ‘আসন্ন’ এবং ইসলামাবাদ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি বলেন, “আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়লে আমরা পরমাণু অস্ত্র ব্যবহার করতেও পিছপা হব না।”
এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির সশস্ত্র বাহিনীকে যে কোনো সময় হামলা চালানোর পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। মঙ্গলবার জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলার পর তিন বাহিনীর প্রধান, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং চিফ অব ডিফেন্স অনীল চৌহানকে নিয়ে বৈঠকে বসেন তিনি।
বৈঠকে মোদি বলেন, সন্ত্রাসবাদের সমূলে বিনাশ ভারতের জাতীয় সংকল্প। তিনি সশস্ত্র বাহিনীর প্রতি পূর্ণ আস্থার কথা জানিয়ে বলেন, কখন আঘাত হানতে হবে সে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা তাদের রয়েছে।
পাকিস্তান দাবি করেছে, তাদের কাছে গোয়েন্দা তথ্য আছে যে, ভারত ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে সামরিক পদক্ষেপ নিতে পারে।
উল্লেখ্য, কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলার ঘটনায় ভারত সরাসরি পাকিস্তানকে দোষারোপ করলেও ইসলামাবাদ সেই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
বুধবার সকালে ভারতের প্রধানমন্ত্রী আবারও মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি (সিসিএস)–এর সঙ্গে বৈঠক করবেন। এছাড়াও রাজনীতি ও অর্থনীতিবিষয়ক কমিটির সঙ্গেও আলোচনায় বসবেন তিনি।