৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

নজরুল বিশ্ববিদ্যালয়ে ৪-১২মে শুরু হতে যাচ্ছে ৯ম বার্ষিক নাট্যোৎসব

মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা, জাককানইবি প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আগামী ৪ মে থেকে থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের আয়োজনে শুরু হতে যাচ্ছে ৯ম বার্ষিক নাট্যোৎসব ২০২৫।

নজরুল বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের জিয়া হায়দার থিয়েটার ল্যাবে ৯ দিনব্যাপী এই নাট্যোৎসব চলবে আগামী ১২ মে পর্যন্ত। ২০১৯-২০ শিক্ষাবর্ষের নাট্য নির্দেশনা (ব্যবহারিক) কোর্সের (৪৬৫ নং) পরীক্ষার অংশ হিসেবে এই উৎসবের আয়োজন করা হয়েছে। প্রতিদিন সন্ধ্যা ৬টা এবং ৭টা ৩০ মিনিটে দুটি করে ভিন্নধর্মী ও চিন্তাশীল নাটক মঞ্চস্থ হবে, যার মাধ্যমে মোট ১৮টি নাটক দর্শকদের সামনে উপস্থাপিত হবে।

এবারের নাট্যোৎসবে বাংলা সাহিত্য, বিশ্বসাহিত্য এবং সমকালীন জীবনের বহুমাত্রিক অভিজ্ঞতা ফুটে উঠবে। নবীন নাট্যনির্দেশকদের সৃজনশীলতা, নাট্যদৃষ্টি এবং পারফরম্যান্সের দক্ষতার মাধ্যমে প্রতিটি প্রযোজনা নান্দনিকভাবে মঞ্চায়নের জন্য তারা নিরলস পরিশ্রম করছেন। এই কোর্সের তত্ত্বাবধানে রয়েছেন বিভাগের সহকারী অধ্যাপক মো. মাজহারুল হোসেন তোকদার।

৪ মে থেকে শুরু হওয়া এই উৎসবে প্রতিদিন দুটি করে নাটক মঞ্চস্থ হবে। উৎসবের উদ্বোধনী দিনে মঞ্চস্থ হবে ‘ইতি বিনোদিনী’ (নির্দেশনা: তৃপ্তি রাণী রায়) এবং ‘কোকিলারা’ (নির্দেশনা: মনিসা সাহা)। এরপর ৫ মে মঞ্চে আসবে ‘তেজ’ (নির্দেশনা: আফিয়া জাহান প্রার্থনা) এবং ‘ভার্সেস অব ব্লাড এন্ড ফায়ার’ (নির্দেশনা: মো. শাকিল আহমেদ)। ৬ মে উপস্থাপিত হবে ‘কোয়েশ্চান মার্ক’ (নির্দেশনা: জাফরিন হক তরু) এবং ‘লেডি আওই’ (নির্দেশনা: পিপাসা সাহা গৌরী)।

৭ মে দর্শকরা দেখতে পাবেন ‘বীক্ষণ’ (নির্দেশনা: পরাগ বর্মণ) এবং ‘পাখি’ (নির্দেশনা: ইশরাত জান্নাত)। ৮ মে মঞ্চস্থ হবে ‘ভেরোনিকার নতুন জীবন’ (নির্দেশনা: রাফেল আফ্রাদ) এবং ‘অতসী মামী’ (নির্দেশনা: ফারহানা আমবেরীন লিওনা)। ৯ মে প্রদর্শিত হবে ‘কাঁটাতারে প্রজাপতি’ (নির্দেশনা: পল্লব কুমার বিশ্বাস) এবং ‘জিনের বাদশা’ (নির্দেশনা: ফাতেমা তুজ যাহরা)।

১০ মে মঞ্চে আসবে ‘লবিং’ (নির্দেশনা: মো. শাহীন আলম) এবং ‘মৃত্যুঞ্জয়’ (নির্দেশনা: সামিয়া সুলতানা চারু)। ১১ মে উপস্থাপিত হবে ‘ডলস হাউজ’ (নির্দেশনা: প্রিয়াংকা রাণী দাস) এবং ‘গেম অব গ্রিড’ (নির্দেশনা: লাবণী রাণী পন্ডিত)। উৎসবের সমাপনী দিন ১২ মে মঞ্চস্থ হবে ‘দ্যা স্টেশনারি শপ অব তেহরান’ (নির্দেশনা: সুমাইয়া খান কানিজ) এবং ‘মুক্তি?’ (নির্দেশনা: হাবিবা আক্তার পিংকী)

শুরু হতে যাওয়া এই নাট্যোৎসব নিয়ে আয়োজকরা বলেন, “থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের হাতে তৈরি এই নাটকগুলো দর্শকদের জন্য একই সঙ্গে শিক্ষামূলক এবং আনন্দদায়ক অভিজ্ঞতা হবে বলে  আশাবাদী।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

জবির ঝুঁকিপূর্ণ অবকাশ ভবনের দেয়ালে ধস; আহত ০১

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের ছাদের একটি অংশ ভেঙে পড়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা ১১টার দিকে এই দুর্ঘটনায় আহত হয়েছেন জবির প্রধান

গলায় ফাঁস দিয়ে আরেক জবি শিক্ষার্থীর আত্নহত্যা

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি: গলায় ফাঁস দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবারো এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।ঐ শিক্ষার্থীর নাম প্রত্যাশা মজুমদার অথৈ। তিনি বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের

সিকৃবি ক্যাফেটেরিয়ার খাবার গুনে কম দামে বেশি

আদিব হাসান প্রান্ত, সিকৃবি প্রতিনিধি: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় খাবারের উচ্চমূল্য এবং মান নিয়ে অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা। প্রতিদিনের খাবারের জন্য অতিরিক্ত টাকা গুনতে

গবেষণা প্রকল্প সেমিনার অনুষ্ঠিত হলো নজরুল বিশ্ববিদ্যালয়ে

মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা, জাককানইবি প্রতিনিধি: ময়মনসিংহে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের গবেষণা প্রকল্পসমূহের অগ্রগতি নিয়ে গবেষণাপ্রকল্প সেমিনার ২০২৫

Scroll to Top