৩রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই জিলকদ, ১৪৪৬ হিজরি

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ, ‘গণহত্যার’ অভিযোগে বিচারের আহ্বান

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগ ও শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে ‘গণহত্যার’ অভিযোগ এনে দলটিকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ সমাবেশ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার বিকাল তিনটায় রাজধানীর বায়তুল মোকাররম গেট এলাকায় এ কর্মসূচি শুরু হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনে ‘অবৈধভাবে ক্ষমতা দখল ও তা ধরে রাখার’ মাধ্যমে সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এর দায়ে আওয়ামী লীগের রাজনৈতিক নিবন্ধন বাতিল করে দলটিকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়।

এনসিপির কেন্দ্রীয় নেতা জয়নাল আবেদিন শিশির বলেন, “খুনি হাসিনা ও তার সহযোগীদের বিচার অবশ্যই হতে হবে। আমরা রাজপথে আছি, থাকব। এ আন্দোলন কোনোভাবেই থেমে যাবে না।”

বক্তারা আরও বলেন, ৫ আগস্ট ‘ছাত্র-জনতার রায়’ অনুযায়ী আওয়ামী লীগ তাদের রাজনৈতিক অধিকার হারিয়েছে। এখন থেকে তাদের মাঠে নামতে দেওয়া হবে না।

জুমার নামাজের পর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে নেতাকর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হন। সমাবেশে ব্যাপক স্লোগান ও সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এনসিপির নেতাকর্মীরা।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

রাজবাড়ীর জংগল ইউনিয়ন বিএনপির বিশাল জনসভা অনুষ্ঠিত

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি ঃ আওয়ামী লীগ আর কোনদিন বাংলার মাটিতে ফিরে আসতে পারবে না। তিনি পালিয়ে যাওয়ার সময় শুধু তার বোন রেহানাকে সঙ্গে

জিআই তালিকায় টাঙ্গাইলের আরেক গর্ব — ‘জামুর্কীর সন্দেশ’

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি: টাঙ্গাইলের মিষ্টি নিয়ে কথা উঠলে সবার আগে আসে ‘চমচম’-এর নাম। তবে এবার সেই তালিকায় যোগ হলো আরেক ঐতিহ্যবাহী স্বাদ—মির্জাপুরের জামুর্কীর সন্দেশ।

ঈশ্বরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৬৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

রিফাজ বিশ্বাস লালন, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঈশ্বরদী উপজেলা শ্রমিক দল কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন।

হেফাজতের মহাসমাবেশ সফল করতে হাটহাজারীতে হেফাজতের বিক্ষোভ

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধিঃ আগামীকাল ৩ মে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে হাটহাজারীতে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ২

Scroll to Top