১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে সফর, ১৪৪৭ হিজরি

হাটহাজারী মাদরাসায় আমিনশীপ (ভূমি জরিপ) কোর্সের উদ্বোধন

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারীতে অবস্থিত উপমহাদেশের অন্যতম প্রাচীন ও স্বনামধন্য ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীতে ১৪৪৬-৪৭ হিজরি শিক্ষাবর্ষে দাওরায়ে হাদীস উত্তীর্ণ তরুণ আলেমদের কর্মসংস্থান ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে আমিনশীপ (ভূমি জরিপ) কোর্সের উদ্বোধন করা হয়েছে।

বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত এই কোর্সের মাধ্যমে তরুণ আলেমদের অতিরিক্ত কর্মযোগ্যতা অর্জনের সুযোগ প্রদান করা হবে। কোর্সটি পরিচালনা করবেন বাংলা ভাষা শিক্ষা ও সাহিত্য বিভাগের প্রধান মুহাম্মদ জাহিদ হোসাইন (হাফি.)।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামিয়ার শিক্ষাসচিব ও মুহাদ্দিস আল্লামা মুফতি কিফায়াতুল্লাহ (দা.বা.), মুহাদ্দিস আল্লামা শাহ আহমদ দীদার কাসেমী (দা.বা.), সিনিয়র শিক্ষক মুফতি রাশেদুল ইসলাম (হাফি.), মাওলানা শোয়াইব আলমপুরী (হাফি.), মাওলানা মুনির আহমদ (হাফি.), মাওলানা আব্দুল হামিদ (হাফি.) এবং মাওলানা নিজাম সাইয়্যেদ (হাফি.) প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা আমিনশীপ কোর্সের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, এই কোর্সের মাধ্যমে আলেমরা সমাজে আরও কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম হবেন।

উল্লেখ্য, চলতি সপ্তাহব্যাপী কোর্সের ভর্তি কার্যক্রম চলবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top