নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদ হোসেনসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বন্দরের সোনাকান্দা এলাকা থেকে আবেদ হোসেনকে এবং এর আগের রাত, বুধবার (২৪ এপ্রিল) বন্দরের একরামপুর এলাকা থেকে যুবলীগ নেতা উজ্জলকে গ্রেফতার করে পুলিশ।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে গ্রেফতারের কারণ বা দায়েরকৃত মামলার বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।
এ বিষয়ে বিস্তারিত জানার জন্য তদন্ত চলমান রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।