৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি

ফটিকছড়িতে খালের পানির গতিপথ নিয়ে এলাকাবাসীর পৃথক মানববন্ধন

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের তাঁরাখো গ্রামের ঝরঝরি খালের পানির গতিপথ নিয়ে পৃথক মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। এ নিয়ে শুক্রবার (২ মে) বিকেলে একই স্থানে দুটি ভিন্ন সময়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রথম মানববন্ধনটি বিকেল ৩টায় খালের পাশের সড়কে অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা খালের পানির গতিপথ পরিবর্তনের প্রতিবাদ জানান। তারা বলেন, খালের স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় গ্রামবাসী চরম ভোগান্তির মুখে পড়েছে। দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে খালের পূর্বের অবস্থায় ফিরিয়ে দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। বক্তারা আরও জানান, প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আসন্ন বর্ষা মৌসুমে গ্রামের প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়বে।

এ মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা মুছা আনসারী, সেনা কর্মকর্তা ফয়েজ আহমেদ, কফিল উদ্দিন, ব্যাংকার হারুনুর রশিদ, মাহবুবুল আলম প্রমুখ।

অন্যদিকে, একই দিন বিকেল সাড়ে ৫টায় একই স্থানে এলাকার আরেকটি পক্ষ মানববন্ধন কর্মসূচি পালন করে। তারা প্রথম পক্ষের অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে দাবী করেন। এসময় তারা বলেন, ‘ঝরঝরি খালটি পুনঃসংস্কার করে সরকারি জায়গা উদ্ধার এবং জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নিতে হবে। তা না হলে বর্ষায় সড়ক ক্ষতিগ্রস্ত হবে এবং কয়েক হাজার মানুষ জলাবদ্ধতায় ভুগবে।’

এই মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য আব্দুল হাকিম, অধ্যাপক সেলিম উদ্দিন, খোরশেদুল আলম, শিক্ষক হারুনুর রশিদ, আব্দুল মোতালেব, মো. এয়াকুব, শাহিন উদ্দীনসহ এলাকাবাসী।

এ বিষয়ে জানতে চাইলে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, “খুব দ্রুত ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

লালপুরের সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজিজুল কবিরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

রিফাজ বিশ্বাস লালন, ঈশ্বরদী প্রতিনিধি: পদ্মানদীর বালু মহালের পাবনার ঈশ্বরদী সীমানায় অভিযান চালিয়ে বালু উত্তোলনকারী ৩টি ড্রেজার, বালু ভর্তি ২টি বড় নৌকা জব্দসহ ৪ শ্রমিককে

নলছিটিতে অটোরিক্সার সঙ্গে মাহেন্দ্রার সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধসহ দুই জনের, গুরুতর আহত -২

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ  ঝালকাঠির নলছিটিতে অটো রিক্সার সঙ্গে মাহেন্দ্রার(থ্রি হুইলার গাড়ি)সংঘর্ষে মাহেন্দ্রার যাত্রী এক বৃদ্ধসহ দুইজন নিহত হয়েছেন। এবং অপর দুই যাত্রী গুরুতর

পদ্মায় জেলের জালে ধরা পড়লো ২৮ কেজি’র কাতল অর্ধলক্ষ টাকায় বিক্রি

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি   রাজবাড়ীর পদ্মা ও যমুনা নদীর মোহনায় বিশাল আকৃতির একটি কাতল মাছ ধরা পড়েছে। ওজন দিয়ে দেখা গেছে মাছটির ওজন ২৮

অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন করছে : ডা. ইরান

নিয়াজ, চট্টগ্রাম প্রতিনিধিঃ জুলাই অভ্যুত্থানের হাজার হাজার শহীদের রক্তের সঙ্গে যারা বেঈমানি করবে, ইতিহাস তাদের ক্ষমা করবে না—এ মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা.

Scroll to Top