৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি

ইলম ও আধ্যাত্মিকতার বাতিঘর সুলতান যওক নদভীর ইন্তেকাল — কওমি অঙ্গনে শোকের ছায়া

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি

বাংলাদেশের কওমি অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র, ইলমী, আধ্যাত্মিক ও আরবী সাহিত্যের প্রথিতযশা আলিম, হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাকালীন মহাসচিব ও বর্তমান প্রধান উপদেষ্টা, জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়া চট্টগ্রামের প্রতিষ্ঠাতা পরিচালক, আন্তর্জাতিক ইসলামী সাহিত্য সংস্থা ‘ইন্টারন্যাশনাল লিগ অব ইসলামিক লিটারেচার’-এর বাংলাদেশ ব্যুরো চিফ, আধুনিক কওমী মাদ্রাসা শিক্ষা সংস্কার ও আদর্শ সিলেবাস প্রবর্তনে অগ্রণী ব্যক্তিত্ব, বহুগ্রন্থপ্রণেতা, পীরে কামেল শায়খুল হাদীস ওয়াল আদব, সুলতানুল উদাবা আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী (রহ.) গত ২ মে দিবাগত রাত ১২টায় চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)

দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। গত ১৮ এপ্রিল গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে কয়েকবার তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। অবশেষে বৃহস্পতিবার রাতের শেষ প্রহরে ইহকাল ত্যাগ করেন এই বরেণ্য আলিম।

মরহুম ছিলেন আল্লামা হারুন বাবুনগরী (রহ.), আল্লামা সাইয়িদ আবুল হাসান আলী নদভী (রহ.), হযরত বোয়ালভী সাহেব (রহ.) ও হ্নীলার সদর সাহেব (রহ.) সহ বহু আধ্যাত্মিক মহিরুহের খলিফা। আরবী ভাষা ও সাহিত্যে তিনি ছিলেন বাংলাদেশের অন্যতম দিকপাল। একইসঙ্গে আধুনিক কওমি শিক্ষা ব্যবস্থার রূপকার হিসেবেও তাঁর অবদান অবিস্মরণীয়।

মরহুমের জানাজার নামাজ শনিবার (৩ মে) বিকাল ৪টায় জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়া চট্টগ্রাম প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাজা বিলম্ব না করার বিষয়ে তাঁর ওসিয়তের প্রতি সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এই মহান আলেমের ইন্তেকালে গোটা দেশ ও কওমি অঙ্গন শোকে স্তব্ধ। আলেম সমাজ, শিক্ষক-শিক্ষার্থী, অনুসারী ও ভক্তদের হৃদয়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দেশের ধর্মপ্রাণ মুসলিম জনতা এক যুগসন্ধিক্ষণের এ শোকাবহ বিদায়ে ব্যাপক শোক প্রকাশ করেছেন।

মরহুমের রুহের মাগফিরাত কামনায় দেশ-বিদেশের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও খানকায় দোয়া-মাহফিলের আয়োজন করা হচ্ছে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

লালপুরের সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজিজুল কবিরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

রিফাজ বিশ্বাস লালন, ঈশ্বরদী প্রতিনিধি: পদ্মানদীর বালু মহালের পাবনার ঈশ্বরদী সীমানায় অভিযান চালিয়ে বালু উত্তোলনকারী ৩টি ড্রেজার, বালু ভর্তি ২টি বড় নৌকা জব্দসহ ৪ শ্রমিককে

নলছিটিতে অটোরিক্সার সঙ্গে মাহেন্দ্রার সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধসহ দুই জনের, গুরুতর আহত -২

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ  ঝালকাঠির নলছিটিতে অটো রিক্সার সঙ্গে মাহেন্দ্রার(থ্রি হুইলার গাড়ি)সংঘর্ষে মাহেন্দ্রার যাত্রী এক বৃদ্ধসহ দুইজন নিহত হয়েছেন। এবং অপর দুই যাত্রী গুরুতর

পদ্মায় জেলের জালে ধরা পড়লো ২৮ কেজি’র কাতল অর্ধলক্ষ টাকায় বিক্রি

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি   রাজবাড়ীর পদ্মা ও যমুনা নদীর মোহনায় বিশাল আকৃতির একটি কাতল মাছ ধরা পড়েছে। ওজন দিয়ে দেখা গেছে মাছটির ওজন ২৮

অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন করছে : ডা. ইরান

নিয়াজ, চট্টগ্রাম প্রতিনিধিঃ জুলাই অভ্যুত্থানের হাজার হাজার শহীদের রক্তের সঙ্গে যারা বেঈমানি করবে, ইতিহাস তাদের ক্ষমা করবে না—এ মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা.

Scroll to Top