২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে সফর, ১৪৪৭ হিজরি

হেফাজতের সমাবেশ থেকে আওয়ামী নিষিদ্ধ সহ ১২ দফা ঘোষণা

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধিঃ

আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা এবং ১২ দফা দাবিতে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শনিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এ সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো নেতাকর্মী অংশ নেন।

মহাসমাবেশে হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক ১২ দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো— বর্তমান নারী অধিকার কমিশন বাতিল করে নতুন কমিশন গঠন করে তাতে আলেম-ওলামাদের যুক্ত করা, সংবিধানে আল্লাহর ওপর পুনঃবিশ্বাস স্থাপন ও বহুত্ববাদ বাতিল করা, ২০১৩ সালের শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার, আওয়ামী লীগকে সন্ত্রাসী দল ঘোষণা করে বিচার ও নিষিদ্ধ করা, চিন্ময় দাসের জামিন বাতিল এবং কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা।

এছাড়াও, প্রাইমারি পর্যায়ে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করা, রাখাইন করিডোর প্রকল্প থেকে সরে আসা এবং আওয়ামী শাসনামলে আলেম-ওলামাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিও জানানো হয়।

মহাসমাবেশ উপলক্ষে শনিবার ভোর থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে দলে দলে নেতাকর্মীরা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে থাকেন। সকাল ৯টা থেকে সমাবেশ শুরু হয়। এতে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন ইসলামি সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। দুপুর ১টার দিকে মোনাজাতের মাধ্যমে মহাসমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

হেফাজতে ইসলামের পক্ষ থেকে জানানো হয়, দাবি আদায়ে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top