৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই জিলকদ, ১৪৪৬ হিজরি

হেফাজতের সমাবেশ থেকে আওয়ামী নিষিদ্ধ সহ ১২ দফা ঘোষণা

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধিঃ

আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা এবং ১২ দফা দাবিতে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শনিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এ সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো নেতাকর্মী অংশ নেন।

মহাসমাবেশে হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক ১২ দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো— বর্তমান নারী অধিকার কমিশন বাতিল করে নতুন কমিশন গঠন করে তাতে আলেম-ওলামাদের যুক্ত করা, সংবিধানে আল্লাহর ওপর পুনঃবিশ্বাস স্থাপন ও বহুত্ববাদ বাতিল করা, ২০১৩ সালের শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার, আওয়ামী লীগকে সন্ত্রাসী দল ঘোষণা করে বিচার ও নিষিদ্ধ করা, চিন্ময় দাসের জামিন বাতিল এবং কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা।

এছাড়াও, প্রাইমারি পর্যায়ে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করা, রাখাইন করিডোর প্রকল্প থেকে সরে আসা এবং আওয়ামী শাসনামলে আলেম-ওলামাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিও জানানো হয়।

মহাসমাবেশ উপলক্ষে শনিবার ভোর থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে দলে দলে নেতাকর্মীরা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে থাকেন। সকাল ৯টা থেকে সমাবেশ শুরু হয়। এতে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন ইসলামি সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। দুপুর ১টার দিকে মোনাজাতের মাধ্যমে মহাসমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

হেফাজতে ইসলামের পক্ষ থেকে জানানো হয়, দাবি আদায়ে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

জাতীয় ঐক্যের ডাক যুব ও আইন উপদেষ্টার, নারীনীতির বিরোধিতায় হতাশা

নিজস্ব প্রতিবেদক: সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার

ভারতের ‘অপারেশন সিন্দুর’-এ হামলা, পাশে ইসরাইল, নিন্দায় তুরস্ক

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তান ও দেশটির অধিকৃত কাশ্মীর অঞ্চলে নয়টি স্থাপনায় ভারতের বিমান হামলার পরপরই প্রকাশ্যে এসেছে ইসরাইলের সমর্থন। ভারত এই সামরিক অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন

ভারত-পাকিস্তান উত্তেজনায় নতুন মোড়, ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৮ এবং আহত ৩৫

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানে ভারতের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় মৃতের সংখ্যা বেড়ে আটজনে পৌঁছেছে, আহত হয়েছেন অন্তত ৩৫ জন। পাকিস্তান সেনাবাহিনীর গণসংযোগ বিভাগ আইএসপিআর-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল

রোহিঙ্গাদের অন্তর্ভুক্তি ছাড়া রাখাইনের নতুন প্রশাসন জাতিগত নিধনের ইঙ্গিত

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের রাখাইন রাজ্যে গঠিতব্য নতুন প্রশাসনিক কাঠামোতে রোহিঙ্গাদের অন্তর্ভুক্তি দেখতে চায় বাংলাদেশ। বিষয়টি সরাসরি আরাকান আর্মিকে জানানো হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

Scroll to Top