মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি
বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর হামলা মামলায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ ফরিদুল ইসলাম ফরিদ (৪৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি গোয়ালন্দ ঘাট থানার গোয়ালন্দ পৌরসভার কুমড়াকান্দি গ্রামের মোঃ গিয়াস উদ্দিন শেখের ছেলে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।
শনিবার (০৩ মে) বেলা পৌনে ১২ টার সময় গোয়ালন্দ ঘাট থানার দৌলতদিয়া ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে।
গোয়ালন্দ ঘাট থানা সূত্র জানায়, গত ৪ আগস্ট দুপুরে গোয়ালন্দ রেলগেইট এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের উপর গুলি বর্ষণ সহ নানা অস্ত্র দিয়ে হামলা চালায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এ ঘটনায় গত ১০ ডিসেম্বর গোয়ালন্দ উপজেলার দেবগ্রামের মোঃ শাহজাহানের ছেলে ও রাজবাড়ী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র শরীফুল ইসলাম ৫৯ জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাত আরো ৩-৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ সঙ্গীয় ফোর্স সহ মোঃ ফরিদুল ইসলাম ফরিদকে শনিবার বেলা পৌনে ১২ টার সময় দৌলতদিয়া ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে গ্রেপ্তার করে। তাকে শনিবার দুপুরে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।