মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল, ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইলে হাতেম আলী (৬০) ও আব্দুর রাশিদ (৪৫) নামে আওয়ামী লীগের দুই নেতা অপরাপর আরো সাতজন আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (২রা মে) গ্রেফতারকৃত আসামিদেরকে ময়মনসিংহ জেল হাজতে প্রেরণ করেছে নান্দাইল মডেল থানা পুলিশ।
জানাগেছে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার অভিযান চালিয়ে উপজেলার নান্দাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: হাতেম আলী ও নান্দাইল পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: আব্দুর রাশিদকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার করা হয়।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া বিভিন্ন মামলার এজাহারভূক্ত আসামি কুশু মিয়া (৪৫), জাহাঙ্গীর উরফে করিম(২৫), ইয়াছিন (২৬), শামীম মিয়া (৩৫), রসুল মিয়া (২৩), নাজমুল ইসলাম (২২) ও হত্যা মামলার আসামি মো: এনামুল হক (৪০) সহ মোট ০৯(নয়) জন আসামিকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
এ বিষয়ে ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন আরো বলেন- জুয়া, মাদক ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে জিরো টলারেন্স। এসমস্ত অপরাধীদের কাউকে ছাড় দেওয়া হবে না।