২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পার- ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির ৭ নং ওয়ার্ড বিএনপি’র কর্মী সম্মেলন

খালিদ হোসেন হৃদয়, ভাঙ্গুড়া প্রতিনিধিঃ

পার-ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির ৭ নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ৭ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ভেড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব আলহাজ্ব মোঃ আবুল হোসেন সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল পার-ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ শহীদুল ইসলাম মাস্টার, সদস্য সচিব, পার-ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপি।

এছাড়াও বক্তব্য রাখেন মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক, পার-ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপি; মোহাম্মদ শরিফুল ইসলাম শরিফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, পার-ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপি; মোঃ রকিব হোসেন, যুগ্ম আহ্বায়ক, ভাঙ্গুড়া উপজেলা ছাত্রদল। এছাড়াও আরও অনেকেই বক্তব্য রাখেন।

উক্ত কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন জনাব মোঃ আখের উদ্দিন প্রামাণিক, ১ নং সম্মানিত সদস্য, পার-ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপি। বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দেশকে স্বৈরাচারমুক্ত করেছিলেন।

তেমনিভাবে, গত ৫ আগস্ট আমরা তথা ছাত্র জনতা সকলে একজোট হয়ে এই দেশকে স্বৈরাচারমুক্ত করেছি। এখন সময় এসেছে এদেশে নিপীড়িত-নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর। যারা বিগত ১৭ বছর ধরে নানা বৈষম্যের শিকার হয়েছে।

এছাড়াও বক্তারা অনুরোধ করেন, মারামারি, হানাহানি, হিংসা-বিদ্বেষ না করে সুষ্ঠুভাবে জীবন যাপন করতে এবং চাঁদাবাজ, দখলদারমুক্ত এলাকা গড়ে তোলার সম্মতি প্রকাশ করেন। উক্ত সমাবেশে ত্যাগী কর্মীদের মূল্যায়ন করে কমিটি দেওয়ার অনুরোধ জানান নেতাকর্মীরা।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন মোঃ আখের উদ্দিন প্রামাণিক।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top