২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে সফর, ১৪৪৭ হিজরি

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাক, তদন্তে নেমেছে কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ অনাকাঙ্ক্ষিতভাবে হ্যাক হয়েছে। কিছু সময়ের জন্য ওই পেজ থেকে অননুমোদিত ও অপ্রাসঙ্গিক কনটেন্ট শেয়ার করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে, কারণ এই পেজটি মন্ত্রণালয়ের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। এখানে নিয়মিত গুরুত্বপূর্ণ সরকারি তথ্য প্রচার করা হয়।

বর্তমানে পেজটি রক্ষণাবেক্ষণের আওতায় রয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। ভবিষ্যতে এমন অনভিপ্রেত ঘটনা রোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পেজটি পুরোপুরি নিয়ন্ত্রণে আসা পর্যন্ত সেখান থেকে প্রকাশিত কোনো বার্তা বা কনটেন্টে বিশ্বাস না করতে, শেয়ার না করতে এবং এতে কোনোভাবে সম্পৃক্ত না হতে সকলকে অনুরোধ করা হচ্ছে।

সরকারি তথ্য ও আপডেট পাওয়ার জন্য মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট ও যাচাইকৃত প্রেস বিজ্ঞপ্তি অনুসরণ করার অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top