১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে সফর, ১৪৪৭ হিজরি

নান্দাইলে দিনব্যাপী কৃষক গ্রুপ রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল, ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে ২০২৪-২০২৫ অর্থ বছরে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকৃরণ ২য় পর্যায় প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক গ্রুপ রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ মে) নান্দাইল উপজেলা কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ হল রুমে ৩০ জন কৃষক-কৃষাণীকে এ প্রশিক্ষণ দেওয়া হয়।

নান্দাইল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাঈমা সুলতানার সার্বিক তত্ত্বাবধানে উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা কৃষি অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক সালমা আক্তার, ময়মনসিংহ জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা উম্মে হাবিবা, উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার আতিকুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার আবু আহম্মেদ তারিফ, উপ-সহকারী কৃষি অফিসার কামাল হোসেন সহ প্রশিক্ষণার্থী কৃষক-কৃষাণীগণ উপস্থিত ছিলেন।এ বিষয়ে নান্দাইল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাঈমা সুলতানা বলেন, ফসলের নিবিড়তা বৃদ্ধি করণের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণের মাধ্যমে ও সার্বক্ষণিক তদারকির মাধ্যমে এই প্রকল্প সফলভাবে বাস্তবায়নে আমাদের চেষ্টা অব্যাহত আছে। প্রশিক্ষণ শেষে কৃষক-কৃষাণীদের মাঝে একদিনের সম্মানী ভাতা সহ বিভিন্ন কৃষি উপকরণ প্রদান করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top