আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি
৩ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ‘জাগ্রত জুলাই’ নামের একটি প্ল্যাটফর্মের স্ট্যান্ডে ফ্যাসিস্ট শেখ হাসিনার কুশপুতুল ঝোলানোর ঘটনার সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে সংগঠনটি। শনিবার (৪ মে) এক বিবৃতিতে এ কথা জানান হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজেদুর রহমান।
বিবৃতিতে তিনি বলেন, “বিগত ১ মে ‘জাগ্রত জুলাই’ নামে একটি স্ট্যান্ডে গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনার কুশপুতুলটি ঝোলানোর ঘটনা ঘটে। পরে ‘The Dacca’ নামের একটি ফেসবুক প্ল্যাটফর্মে এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়। আমাদের ৩ মে মহাসমাবেশের দিনও সেটি ওই স্থানেই ছিল। এর সঙ্গে হেফাজতে ইসলামের কোনো সম্পৃক্ততা নেই।”
তিনি আরও বলেন, “জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে এই ঘটনা ঘটেছে। নারীর প্রতি বিদ্বেষ ছড়ানোর কোনো সুযোগ নেই। যারা এই ঘটনাকে হেফাজতের ওপর চাপানোর অপচেষ্টা করছে, তারা জুলাই বিপ্লবের শত্রু ও ফ্যাসিবাদের দোসর।”
আল্লামা সাজেদুর রহমান জানান, “আমাদের মহাসমাবেশ সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। অতীতে পুলিশের আক্রমণে যেভাবে আমাদের কর্মসূচিতে সহিংসতা ঘটিয়ে আমাদের ওপর দায় চাপানো হতো, এবার সেটি হয়নি। বরং একদল উগ্র সেক্যুলার গোষ্ঠী নারীবিদ্বেষের অপবাদ দিয়ে অপপ্রচারে লিপ্ত হয়েছে।”
তিনি বলেন, “হেফাজতে ইসলাম নারীর সম্মান, মর্যাদা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। ইতোমধ্যে তিন মাসের মধ্যে বিভাগীয় সম্মেলন ও প্রচারণা চালানোর কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বর্তমান ‘নারী সংস্কার কমিশন’ ধর্মপ্রাণ নারীসমাজের প্রতিনিধিত্ব করছে না। এ বিষয়ে আলেম-ওলামার কোনো মতামতও নেওয়া হয়নি।”
বিবৃতির মাধ্যমে তিনি সরকারের ফ্যাসিস্ট পন্থার বিরুদ্ধে সোচ্চার থেকে শান্তিপূর্ণ গণআন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।