মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুর উপজেলায় বোরো মৌসুমে লক্ষ্যমাত্রা ও পাক্ষিক ছাঁটাইয়ের ক্ষমতার ভিত্তিতে সরকারি খাদ্য গুদামে অভ্যান্তরীন ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে।
আজ সোমবার (৫ মে) সকাল ১১ টার দিকে গুরুদাসপুর খাদ্য গুদামে ফিতা কেটে বোরো সংগ্রহের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ।
এসময় গুরুদাসপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, খাদ্য পরিদর্শক মো. আমিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুনর রশীদ, চালকল মালিক সমিতির সভাপতি ইসমাইল হোসেন মাষ্টার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মিলার নবীর হাজীসহ অন্যান্য মিলাররা উপস্থিত ছিলেন।
গুরুদাসপুর উপজেলা খাদ্য কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, চলতি ২০২৫ ইং মৌসুমে উপজেলার ধান-চাল উৎপাদনের ওপর নির্ভর করে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়ে থাকে। এ মৌসুমে গুরুদাসপুরে ৩৬ টাকা কেজি দরে ৩৩৬ মে.টন ধান এবং ৪৯ টাকা কেজি দরে ১৯০৪ মেট্রিকটন চাল সংগ্রহ করা হবে।