১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

হত্যাকারীরা নিরাপদ, মামলায় বাদ নাম—বেরোবি শিক্ষার্থীদের বিক্ষোভ

মাসফিকুল হাসান,বেরোবি প্রতিনিধি:
শহিদ আবু সাঈদ হত্যার বিচার ও জুলাই-আগস্ট বিপ্লবে শিক্ষার্থীদের ওপর হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) সাধারণ শিক্ষার্থীরা সোমবার দুপুরে বিক্ষোভ মিছিল করেছে।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে প্রধান ফটক, আবু সাঈদ চত্বর প্রদক্ষিণ করে শহিদ আবু সাঈদ গেইট পর্যন্ত যায়। পরে তারা আবার প্রধান ফটকে ফিরে এসে অবস্থান নেয়। শিক্ষার্থীরা ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘ফ্যাসিবাদের দোসররা হুঁশিয়ার সাবধান’ এবং ‘ফ্যাসিবাদের আস্তানা ভেঙে দাও, পুড়িয়ে দাও’—এমন নানা প্রতিবাদী স্লোগান দেয়।

প্রতিবাদে অংশগ্রহণকারী শিক্ষার্থী সুমন সরকার বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শহিদ আবু সাঈদ হত্যার বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। গুটি কয়েকজনকে আসামি করা হলেও মূল হোতারা এখনো ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেছে।”

আরেকজন শিক্ষার্থী মুরসালিন মুন্না বলেন, “যারা ভিডিও ফুটেজে ও সরাসরি হামলায় জড়িত ছিল, তাদের অনেকে আজো বিশ্ববিদ্যালয়ে বহাল তবিয়তে আছেন। এমনকি তাদের পদোন্নতি দেওয়া হচ্ছে, যা শিক্ষার্থীদের সঙ্গে তামাশার শামিল। প্রশাসন নিরপেক্ষ ভূমিকা না নিলে ছাত্র সমাজ আবার রাস্তায় নামবে।”

রাকিব মিয়া বলেন, “জুলাই আন্দোলনে যারা সরাসরি শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে, তাদের অনেকে এখনো বাদ পড়েছে মামলা থেকে। প্রশাসনের এই পক্ষপাতমূলক আচরণ শিক্ষার্থীদের ক্ষুব্ধ করছে।”

বিক্ষোভ শেষে আন্দোলনকারীরা হামলাকারীদের নতুন তালিকা তৈরি করে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন। শিক্ষার্থীরা ঘোষণা দেয়, “আন্দোলন চলছে, চলবে—যতদিন না পর্যন্ত সকল হামলাকারীর বিচার হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top