ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি
আজ (৫ মে ২০২৫, রোজ সোমবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম, পিএইচডি-এর সঙ্গে নিকোলাস পোগোজের প্রপৌত্র পিটার ডেনিস পোগোজ সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় নিকোলাস পোগোজ ফাউন্ডেশনের পরিচালক অধ্যাপক ড. সৈয়দ মিজানুর রহমান এবং পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎকালে পিটার ডেনিস পোগোজ ইংরেজি, প্রযুক্তি ও খেলাধুলায় উন্নয়ন নিশ্চিত করা এবং পোগোজ স্কুল অ্যান্ড কলেজের উন্নয়নের লক্ষ্যে অবদান রাখার বিষয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, নিকোলাস পিটার পোগোজ বা নিকি পোগোজ ছিলেন একজন আর্মেনি জমিদার। তিনি ১৮৪৮ সালে আরমানিটোলায় নিজ বাড়ির নিচতলায় ‘পোগোজ অ্যাংলো ভার্নাকুলার স্কুল অ্যাট ঢাকা’ নামে একটি স্কুল শুরু করেছিলেন। সেখান থেকে কয়েক দফা স্থান পরিবর্তনের পর পোগোজ স্কুল পুরান ঢাকার বর্তমান স্থানে স্থানান্তরিত হয়।