নিজস্ব প্রতিবেদক:
এইডস চিকিৎসায় এক যুগান্তকারী সম্ভাবনার দ্বার খুলল। ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি (ইএমএ) সম্প্রতি এইচআইভি আক্রান্ত রোগীদের জন্য দুটি নতুন ইনজেকশন অনুমোদন দিয়েছে। এগুলোর নাম— রিলপিভিরিন ও ক্যাবোটেগ্রাভির। গবেষকরা বলছেন, এই ইনজেকশন দুটির মাধ্যমে রোগীদের আর প্রতিদিন ওষুধ খেতে হবে না। দুই মাস অন্তর ইনজেকশন নিলেই রোগ প্রতিরোধে তা কার্যকর হতে পারে।
এইচআইভি শরীরে প্রবেশ করার পর প্রথমেই আক্রমণ করে শরীরের রোগপ্রতিরোধী টি-কোষকে। ভাইরাসটি দ্রুত জিনগত রূপ বদলাতে পারে ও শরীরে ছড়িয়ে পড়ে। ফলে সাধারণ সংক্রমণও প্রাণঘাতী হয়ে উঠতে পারে। রোগীর সার্বক্ষণিক চিকিৎসা ও নিয়মিত ওষুধ গ্রহণ করা প্রয়োজন হয়।
নতুন এই দুটি অ্যান্টিভাইরাল ওষুধ নির্দিষ্ট ডোজে মিশিয়ে ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করা হবে। প্রথম ডোজের এক মাস পর দ্বিতীয় ডোজ দেওয়া হবে এবং এরপর প্রতি দুই মাস অন্তর তা দিতে হবে। গবেষকদের দাবি, যদি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া না দেখা দেয়, তবে এটি প্রতিদিনের ওষুধের বিকল্প হিসেবে কার্যকর হতে পারে।
বর্তমানে এইডস সম্পূর্ণভাবে নিরাময়ের কোনো ওষুধ বা চিকিৎসা পদ্ধতি নেই। তাই নতুন ইনজেকশন পদ্ধতি এই রোগের বিরুদ্ধে লড়াইয়ে এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।