৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই জিলকদ, ১৪৪৬ হিজরি

তজুমদ্দিনে ইউনিয়ন বিএনপির সম্মেলনে পদ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত-১৫

মোঃ নয়ন, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:
ভোলার তজুমদ্দিন উপজেলায় চাদঁপুর ইউনিয়ন বিএনপির কমিটি গঠন অনুষ্ঠানে দুই সভাপতি পদ প্রার্থীর কর্মীসমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। সোমবার (০৫মে) বিকেলে উপজেলার চাঁদপুর সিনিয়র ফাজিল মাদরাসা মাঠে ইউনিয়ন বিএনপির সম্মেলনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তজুমদ্দিন উপজেলায় চাঁদপুর ইউনিয়ন (উত্তর) বিএনপির কমিটি গঠনের লক্ষে সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক গোলাম মোস্তফা মিন্টু।

আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব ওমর আসাদ রিন্টু, যুগ্ম আহবায়ক জাকির হোসেন হাওলাদার ও শাহাদাৎ হোসেন পাটওয়ারী। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য চলাকালে সভাপতি প্রার্থী জাহিদ হাসান দিদার ও অরবিন্দ দে টিটুর কর্মীসমর্থকের মধ্যে হট্টগোল শুরু হয়। পরে দুই পক্ষের মধ্যে আধাঘন্টা ধরে চেয়ার ছোড়াছুড়ি হয়। এতে দুই পক্ষের অন্তত ১৫জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১০-১২জন তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেকসে চিকিৎসা নিয়েছেন। এ অবস্থায় দুই পক্ষের লোকজনকে শান্ত করতে না পেরে উপস্থিত উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সম্মেলন স্থগিত করে চলে আসেন। পরে দুই সভাপতি প্রার্থীর কর্মীসমর্থকরা তজুমদ্দিন উপজেলা শহরেও বিক্ষোভ মিছিল করেন।

চাঁদপুর ইউনিয়নের বিএনপির সভাপতি প্রার্থী অরবিন্দ দে টিটু জানান, দীর্ঘ ১৭ বছর পরে উত্তর চাঁদপুর ইউনিয়ন বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে সম্মেলন এর আয়োজন করে উপজেলা বিএনপি। সেই সম্মেলনে আমি একজন সভাপতি প্রার্থী।

আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে যুক্ত। আজকে সম্মেলনে আমার জনপ্রিয়তা দেখে আমি হিন্দু দেখে তারা পরিকল্পিত ভাবে আমার ও আমার কর্মী সমর্থকের উপর হামলা করেছে। আমার প্রতিদ্বন্দ্বী জাহিদ হোসেন দিদার নির্দেশে মাদ্রাসার গেইট বন্ধ করে আমার কর্মী সমর্থদের উপর দেশী অস্ত্র নিয়ে পরিকল্পিত ভাবে হামলা করে। আমি জাতিগত হিন্দু বিধায় আমার উপর দমনপিরন চালানো হয়েছে। আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ভোলা-৩ আসনের এমপি মেজর হাফিজ উদ্দিন আহমেদের কাছে এই ঘটনার বিচার দাবি করছি।

অন্যদিকে আরেক সভাপতি প্রার্থী জাহিদ হোসেন দিদার জানান, তার প্রতিদ্বন্দ্বী অরবিন্দ দে টিটুর জনসমর্থন না থাকায় সে বহিরাগত লোকজন দিয়ে সম্মেলনে বিশৃঙ্খলা করে চলে যায়। এতে তার ৮-১০জন সমর্থক আহত হয়েছে।

এর আগে গত রবিবার (০৪ মে) বিকেলেও সোনাপুর ইউনিয়ন বিএনপির কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সম্মেলনেও দুই সাধারণ সম্পাদক প্রার্থীর কর্মীসমর্থকদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। এতে ৬জন আহত হয়েছে। ওই ইউনিয়নের আনন্দ বাজার এলাকায় সাধারণ সম্পাদক প্রার্থী ফিরোজ সিকদার ও জাকির হোসেন মনুর কর্মীসমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। সেখানেও উপস্থিত উপজেলা বিএনপির নেতৃবৃন্দ কমিটি গঠন স্থগিত করে চলে আসেন।

তজুমদ্দিন উপজেলা বিএনপির আহবায়ক গোলাম মোস্তফা মিন্টু বলেন, সোমবার বিকেলে চাঁদপুর ইউনিয়ন উত্তরের কমিটি গঠন উপলক্ষে সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের প্রথম পর্ব শান্তিপূর্ণভাবে শেষ হয়ে দ্বিতীয় পর্বে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্ধারণ করার সময় দুইটি পদেই দুই জন করে প্রার্থী পাওয়া যায়। পরে আমরা সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের নিয়ে একটি রুমের মধ্যে সমঝোতার বসি। সেখানে সভাপতি পদে কেউ কাউকে ছাড় দিতে রাজি হয়নি। এরই মধ্যে বাইরে থাকা দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এতে দুই পক্ষের মধ্যে চেয়ার ও ফ্যাস্টুনের সঙ্গে থাকা লাঠি নিয়ে সংঘর্ষ হয়েছে। এতে ৮-১০জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। রবিবারও সোনাপুর ইউনিয়নে আমরা সম্মেলনে যাওয়ার আগেই দুই পক্ষের সঙ্গে সংঘর্ষ হয়েছে। এতে দুই ইউনিয়নের কমিটি গঠন স্থগিত রাখা হয়েছে। আমাদের নেতা ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব) হাফিজ উদ্দিনের সঙ্গে আলাপ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

বালিয়াকান্দিতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অটোচালকের মৃত্যু

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি  রাজবাড়ীর বালিয়াকান্দিতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দাড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের সাথে ধাক্কা লেগে মানিক বিশ্বাস (৩০) নামে এক অটো চালকের মৃত্যু

রাজবাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে যুবককে তুলে নিয়ে ১ লক্ষাধিক ছিনিয়ে নেওয়ার অভিযোগ

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি  রাজবাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে আবু হানিফ নামে এক যুবককে অস্ত্র ঠেকিয়ে জোরপূর্বক হ্যান্ডকাপ পড়িয়ে গাড়িতে তুলে ১ লক্ষ ১০ হাজার

‘জুলাই ঐক্য’ নামে নতুন জাতীয় জোটের আত্মপ্রকাশ আজ

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণহত্যার বিচার, আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, শহিদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশসহ ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে গঠিত হচ্ছে নতুন একটি জাতীয় জোট। বিভিন্ন

দীঘিনালাতে ব্যবসায়ীদের মানববন্ধন

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি গত ২৬ মার্চ নতুন বাজার বোয়ালখালী বাজারে ২৬ টি দোকানে অগ্নিকাণ্ডের সাথে জড়িত নুরুল ইসলামের বিচার ও দৃষ্টান্তমূলক

Scroll to Top