বিনোদন ডেস্ক:
নাটকে আগের মতো নিয়মিত না হলেও ওটিটি প্ল্যাটফর্মে এখনও সক্রিয় জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। গত ঈদুল ফিতর উপলক্ষেও তার একাধিক নাটক প্রকাশ পায়। এবার তিনি কুরবানির ঈদের নাটকের জন্য প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি তিনি তিনটি নাটকের শুটিং করতে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন।
সাফা জানান, “অস্ট্রেলিয়ায় তিনটি নাটকের কাজ করেছি। এর মধ্যে দুটি পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাহ এবং অন্যটি নির্মাণ করেছেন মাহমুদ মাহিন। প্রতিটি নাটকে আমার বিপরীতে ছিলেন মুশফিক আর ফারহান। তবে এখনো নাটকগুলোর নাম চূড়ান্ত হয়নি। কুরবানির ঈদে এগুলো প্রচার হবে।”
প্রসঙ্গত, সাফা কবিরকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘টিকিট’ নামের একটি ওটিটি কনটেন্টে, যা মুক্তি পেয়েছিল গত বছরের শুরুর দিকে। এরপর দীর্ঘ বিরতিতে ছিলেন এই অভিনেত্রী।