মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
গত ২৬ মার্চ নতুন বাজার বোয়ালখালী বাজারে ২৬ টি দোকানে অগ্নিকাণ্ডের সাথে জড়িত নুরুল ইসলামের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সকাল ৮:০০ থেকে দুপুর ১২ টা পর্যন্ত সকল প্রকার দোকান বন্ধ সহ মানববন্ধন করছে বোয়ালখালী বাজারের ব্যবসায়ী বৃন্দ।
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজারে মানববন্ধন ও আধা বেলা দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদ জানিয়েছে ব্যবসায়ী’রা।
আজ মঙ্গলবার (৬ মে) সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বোয়ালখালী বাজার ব্যবসায়ীদের সকল ব্যবসা কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এসময় সকাল ১০ টার দিকে মানববন্ধন করেন বোয়ালখালী ব্যবসায়ীরা।
এতে বিপাকে পড়েছে উপজেলার দূর্গম এলাকা ও দূরদূরান্ত থেকে আসা বিভিন্ন শ্রেনীর পেশাজীবি মানুষ। দোকানপাট বন্ধ থাকায় কেউ কেউ খালি হাতে ফিরে যাচ্ছে বাসায়।
এর আগে গত ২৫ মার্চ মধ্যরাতে বোয়ালখালী বাজারে আকস্মিক অগ্নিকাণ্ড অন্তত ২৬ দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। সেদিন রাতের বাজারের একটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে মামলা করেন বাজার ব্যবসায়ী সাধন ঘোষ। পরে গত ৩ এপ্রিল বোয়ালখালী বাজার এলাকা থেকে দীঘিনালা থানা পুলিশ নুর ইসলাম(৩৭) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
এদিকে গ্রেপ্তার হওয়া নুর ইসলাম জামিন আসলে ক্ষোভ প্রকাশ করেন বাজার ব্যবসায়ীরা। পূনরায় তাকে জেল হাজতে পাঠিয়ে তদন্ত করে বিচারের মুখোমুখি করার দাবী জানানো হয় মানববন্ধন থেকে।
মানববন্ধন বক্তব্য রাখেন নতুন বোয়ালখালী বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী’রা