নিজস্ব প্রতিনিধি:
আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, প্রস্তাবিত সাইবার সুরক্ষা অধ্যাদেশে উল্লেখযোগ্য পরিবর্তন এনে ইন্টারনেটকে প্রথমবারের মতো মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি অনলাইন জুয়াকে নিষিদ্ধ করা হয়েছে এবং সাইবার স্পেসে নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি। এ সময় জানানো হয়, প্রস্তাবিত আইনটি কিছু সংশোধনের পর চলতি সপ্তাহেই গেজেট আকারে প্রকাশ করা হতে পারে।
আসিফ নজরুল বলেন, “আগের আইনের কুখ্যাত ৯টি ধারা বাতিল করা হয়েছে, যেগুলোর আওতায় ৯৫ শতাংশ মামলা হয়েছিল। এসব মামলা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। এর ফলে সাংবাদিকসহ বহু মানুষ হয়রানি থেকে রক্ষা পাবেন।”
তিনি আরও বলেন, “মত প্রকাশ সংক্রান্ত অপরাধ হিসেবে রাখা হয়েছে দুটি ধারা—একটি নারী ও শিশুর বিরুদ্ধে যৌন সহিংসতামূলক কনটেন্ট এবং হুমকি সংক্রান্ত, অন্যটি ধর্মীয় ঘৃণা ছড়িয়ে সহিংসতা উসকে দেওয়া। ধর্মীয় ঘৃণার বিষয়টি নির্দিষ্ট ও কঠোরভাবে সংজ্ঞায়িত করা হয়েছে যেন কারও বিরুদ্ধে অপব্যবহার না হয়।”
এছাড়াও, দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে সংঘটিত সাইবার অপরাধকে শাস্তিযোগ্য করা হয়েছে বলে জানান তিনি। মতপ্রকাশ সংক্রান্ত মামলায় নতুন বিধান অনুযায়ী ম্যাজিস্ট্রেট চাইলে প্রাথমিক তদন্তে অভিযোগ ভিত্তিহীন মনে হলে চার্জশিট ছাড়াই মামলা ২৪ ঘণ্টার মধ্যে খারিজ করে দিতে পারবেন।
বিলুপ্ত ধারাগুলোর মধ্যে রয়েছে—মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, জাতীয় পতাকা বা শহিদদের নিয়ে কটূক্তি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে এমন বক্তব্য, মানহানিকর তথ্য এবং ভীতিকর বা আক্রমণাত্মক কনটেন্ট—যেগুলো দিয়ে অতীতে ব্যাপক হয়রানি ও মামলা হয়েছে।
একই ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম জানান, কুরবানির ঈদের ছুটি এবার ৫ থেকে ১০ জুন পর্যন্ত আগেই নির্ধারিত ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১১ ও ১২ জুনও ছুটি ঘোষণা করা হয়েছে। এজন্য সরকারি ও আধা সরকারি কর্মচারীরা ১৭ ও ২৪ মে অফিস করবেন। ফলে এবার ঈদের ছুটি দাঁড়াবে টানা ১০ দিনে। ব্যাংক ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের সুবিধা অনুযায়ী ছুটি নির্ধারণ করবে।