নিউজ ডেস্ক:
বাংলাদেশ ফুটবলে শিগগিরই যোগ হতে যাচ্ছে নতুন একটি প্রবাসী নাম—কানাডাপ্রবাসী ফুটবলার সামিত সোম। জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। ইতোমধ্যে কানাডার ফুটবল ফেডারেশন থেকে পেয়েছেন অনাপত্তিপত্র (NOC), তৈরি হয়েছে বাংলাদেশি পাসপোর্টও। এখন অপেক্ষা শুধু ফিফার চূড়ান্ত ছাড়পত্রের।
এর মধ্যেই সামিত পেয়েছেন আরেকটি বড় স্বীকৃতি। কানাডার ক্লাব ক্যাভালরির হয়ে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে জায়গা করে নিয়েছেন কানাডিয়ান প্রিমিয়ার লিগের সেরা একাদশে। এই একাদশে সামিত ছাড়াও ক্যাভালরির আরও তিনজন খেলোয়াড় স্থান পেয়েছেন।
তবে ক্লাব পারফরম্যান্সের প্রশংসা পেলেও ক্যাভালরি এফসির চলতি লিগ মৌসুমের অবস্থান কিছুটা হতাশাজনক। ৮ দলের এই লিগে দলটি বর্তমানে পঞ্চম অবস্থানে রয়েছে। চারটি ম্যাচে তারা জয় পেয়েছে মাত্র একটিতে, ড্র করেছে একটি, আর পরাজিত হয়েছে দুইটিতে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আশা করছে, আগামী জুনে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচের আগেই সামিতকে দলে অন্তর্ভুক্ত করা যাবে। সে লক্ষ্যে ফেডারেশন দ্রুততার সঙ্গে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কাজ চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের জাতীয় দলে প্রবাসী ফুটবলারদের অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। জামাল ভূঁইয়া ও তারিক কাজী দিয়ে যে যাত্রা শুরু হয়েছিল, তা নতুন গতি পেয়েছে হামজা চৌধুরীর অন্তর্ভুক্তির পর। সামিত নিজেও জানিয়েছেন, বাংলাদেশের হয়ে খেলার অনুপ্রেরণা তিনি পেয়েছেন হামজার দৃষ্টান্ত থেকে।