২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে সফর, ১৪৪৭ হিজরি

তরুণদের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান প্রধান উপদেষ্টা ড. ইউনূসের

নিজস্ব প্রতিবেদক:

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন, নিজেদের সমাজে অর্থবহ পরিবর্তন আনার লক্ষ্যে রাজনীতিতে আরও সক্রিয়ভাবে অংশ নিতে। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নরওয়ের বিভিন্ন রাজনৈতিক দলের তরুণ নেতাদের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

প্রতিনিধি দলে ছিলেন নাজমা আহমেদ (সোশালিস্ট ইউথ লিগের উপনেতা), ফাউজি ওয়ারসামে (এ ইউ এফ-এর আন্তর্জাতিক নেতা), ডেন স্কফটারুড (সেন্টার পার্টি), ওলা স্ভেনেবি (কনজারভেটিভ পার্টি), হ্যাডলে রাসমুস বিজুল্যান্ড (খ্রিস্টান ডেমোক্র্যাটস), টোবিয়াস স্টকেল্যান্ড (গ্রিন পার্টি-সংযুক্ত গ্রিন ইয়ুথ) এবং থাইরা হাকনসলকেন (ইনল্যান্ডেট অঞ্চলের ইয়াং লিবারেলস-এর সাবেক নেতা)।

ড. ইউনূস তরুণ নেতাদের রাজনৈতিক ভূমিকা, মতাদর্শ এবং কার্যক্রম সম্পর্কে জানতে চান। তিনি আগ্রহ প্রকাশ করেন নরওয়ের মূলধারার রাজনীতিতে তরুণদের সম্পৃক্ততার হার সম্পর্কেও।

সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশের তরুণদের সঙ্গে তাদের সাক্ষাতের অভিজ্ঞতা তুলে ধরেন। তারা জানান, অনেক বাংলাদেশি তরুণ আজও ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। এ নিয়ে তারা অন্তর্বর্তী সরকারের উদ্যোগ সম্পর্কে জানতে চান।

জবাবে ড. ইউনূস বলেন, “গত ১৫ বছর ধরে জনগণ প্রকৃত ভোটাধিকার থেকে বঞ্চিত। ভুয়া নির্বাচনের নামে জনগণকে ঠকানো হয়েছে। এখন তরুণদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক সংস্কার অপরিহার্য।”

তিনি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে ‘সেকেলে’ হিসেবে বর্ণনা করে বলেন, “বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া বিশৃঙ্খলা দূর করা। আমাদের কাজ হলো সেই ধ্বংসস্তূপ থেকে নতুন রাজনৈতিক কাঠামো গড়ে তোলা।”

এই পরিপ্রেক্ষিতে তরুণদের স্বপ্ন ও নেতৃত্বকে ভবিষ্যতের পরিবর্তনের ভিত্তি হিসেবে উল্লেখ করেন তিনি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top