১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

মহাসড়কে খড় শুকাতে গিয়ে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ

মহাসড়কে খড় শুকাতে গিয়ে নীলফামারীর ধরনীগঞ্জ এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় দিলিপ রায় (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (৭ মে) সকাল সাড়ে ১০টায় ডোমার উপজেলার ধরনীগঞ্জ বাজারের দক্ষিণ পাশে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন হরিণচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাসেল রানা।

নিহত দিলিপ রায় ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের মৃত অমল রায়ের ছেলে। পেশায় তিনি কৃষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সকালের দিকে দিলিপ রায় তার বাড়ির সামনের মহাসড়কে খড় শুকাচ্ছিলেন। এ সময় নীলফামারীগামী একটি দ্রুতগতির মাইক্রোবাস এসে তাকে সজোরে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ডোমার স্বাস্থ্য কমপ্রেক্সে নিলে সেখানে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

হরিণচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাসেল রানা বলেন, ধরনীগঞ্জ বাজারের পাশে মহাসড়কে দুর্ঘটনায় দিলিপ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক মাইক্রোবাসটি পালিয়ে যায়, ঘাতক মাইক্রোবাসের সন্ধানের চেষ্টা চলছে।

এ বিষয়ে ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে হাসপাতাল থেকে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কেউ মামলা করেনি। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

বগুড়া শেরপুরে বিস্ফোরক মামলায় এজাহার নামীয় আসামীসহ গ্রেফতার ৩

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বিস্ফোরক ও নাশকাতা মামলায় এজাহার নামীয় এক আসামীসহ তিন আওয়ামী লীগ সমর্থককে গ্রেফতার করেছে। শনিবার

গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

মোঃ শাহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের একটি পল্লী বিদ্যুতের পিলারের লাইন টানানোর অবস্থায় বিদ্যুতের পিলারে হাত লেগে শরিফুল ইসলাম (৪৫) নামে এক ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

খোকসায় আরসির বোতলে রাখা বিষাক্ত ওষুধ পান করে নাইটগার্ডের মর্মান্তিক মৃত্যু

মোঃ নুর আলম পাপ্পু, কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার খোকসা উপজেলার একতারপুর গ্রামে বিষাক্ত ঘাস মারা ওষুধ ভুলবশত পান করে মো. ইউনুস আলী (৪৫) নামে এক নাইটগার্ডের

উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম নাক-কান-গলার মেজর অস্ত্রোপচার সম্পন্ন

মোঃ মাহফুজুর রহমান মাসুম, বরিশাল প্রতিনিধি  উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মত নাক-কান-গলার জটিল অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে। এটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর

Scroll to Top