১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি

জবিতে শিক্ষার্থী, ছাত্রনেতা ও সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংশ্লিষ্ট সকল বিষয়াদি সমন্বয় ও আবাসিক সমস্যা নিরসনের লক্ষ্যে গঠিত কমিটির উদ্যোগে আজ ৭ মে ২০২৫ তারিখ, বুধবার উপাচার্য মহোদয়ের অফিস কনফারেন্স রুমে শিক্ষার্থী ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিক প্রতিনিধিবৃন্দ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন এর সভাপতিত্বে সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচ.ডি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান এবং ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীনসহ উক্ত কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় শিক্ষার্থীরা তাদের আবাসন সংক্রান্ত সমস্যা ও অন্যান্য জরুরি বিষয়ে মতামত তুলে ধরেন। এসময় ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করে বলেন, “শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়গুলোর চাহিদা অনুযায়ী সম্পদ বরাদ্দ নিশ্চিত করা গেলে এসব সমস্যার সমাধান সম্ভব।” তিনি আরও উল্লেখ করেন যে, ইউজিসির হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পেরআওতায় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে তিনটি ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে, যেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ‘এ’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত। এছাড়াও, ইউজিসির বিভিন্ন প্রকল্পে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে অগ্রাধিকার দেওয়া হবে বলেও তিনি মন্তব্য করেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচ.ডি. তাঁর বক্তব্যে বলেন, “প্রচলিত কাঠামো ভেঙে পরিবর্তন আনার জন্য আমাদের একতাবদ্ধভাবে কাজ করতে হবে।” তিনি ইউজিসির বাজেটের বাইরেও বিভিন্ন প্রকল্পে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে অগ্রাধিকার দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

“ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর” স্লোগানে উত্তাল ইবি

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে লাগাতার কর্মসূচির ঘোষণা দিয়েছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। তারই অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে ইবি

বেরোবিতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি: দেশের ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত গুচ্ছ পদ্ধতিতে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (০৯

ইবিতে ‘এ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা  সম্পন্ন, উপস্থিতি ৯০.৬৯ শতাংশ 

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)কেন্দ্রে গুচ্ছভুক্ত ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে বিজ্ঞান বিভাগের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে ৮৮৬০ পরীক্ষার্থীর

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

মোঃ ফাহিম, পবিপ্রবি প্রতিনিধি: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ মে) জুমার নামাজের

Scroll to Top