৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই জিলকদ, ১৪৪৬ হিজরি

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় সেনা-পুলিশের অভিযান, ক্ষতিকর উপাদান জব্দ

খালিদ হোসেন হৃদয় , ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনা ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের ছোট বিশাকোল এলাকায় মঙ্গলবার (৬মে) রাত ৯ টার দিকে সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে একটি দুগ্ধ চিলিং সেন্টার থেকে নকল দুধ তৈরির বিপুল পরিমাণ উপাদান জব্দ করা হয়েছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৯টার দিকে ভাঙ্গুড়া আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আল-আমিন খাঁনের নেতৃত্বে ১৫ জন সেনা সদস্য এ অভিযানে অংশ নেন। অভিযানে তাদের সহায়তা করেন ভাঙ্গুড়া থানা পুলিশের একটি দল।

অভিযানকালে ‘এন কে ডেইরী ফার্ম’ নামের ওই দুগ্ধ চিলিং সেন্টার থেকে ৫ লিটারের ২৭ বোতল ও ২ লিটারের ৯ বোতল সয়াবিন তেল, কস্টিক সোডা, ১ বস্তা চিনি, খারসোডা ও লবণ জব্দ করা হয়, যা দিয়ে নকল দুধ প্রস্তুত করা হচ্ছিল। তবে সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রতিষ্ঠানটির মালিক ও কর্মচারীরা পালিয়ে যায়।

এই নকল দুধ তৈরির মূল হোতা সঞ্জয় কুমার উপজেলার চর-ভাঙ্গুড়া গ্রামের বাসিন্দা। তিনি একজন চিহ্নিত অসাধু ব্যবসায়ী এবং এর আগেও একাধিকবার নকল দুধ তৈরি ও বিপণনের অভিযোগে গ্রেফতার হয়ে ভ্রাম্যমান আদালতে জরিমানাসহ জেল খেটেছেন।

এ ঘটনায় জনমনে চরম উদ্বেগ দেখা দিয়েছে। সেনাবাহিনী ও থানা পুলিশ জানিয়েছে, জনগণের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

ঈশ্বরগঞ্জে অটোরিক্সায় কন্যা সন্তান জম্ম দিলেন এক মা

শাহ আলম কৌশিক,ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ গর্ভবতী স্ত্রীকে অটোরিক্সায় করে নিয়ে আসছিলেন স্বামী। হাসপাতালের পথে এগোচ্ছিলেন সন্তান প্রসবের জন্য। কিন্তু পথিমধ্যে অটোরিক্সায় সন্তানের জন্ম দেন মা।

কুড়িগ্রামে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

আনারুল ইসলাস রানা, কুড়িগ্রাম প্রতিনিধিঃ চলতি বোরো মৌসুমে কুড়িগ্রাম সদর উপজেলায় সরকারি খাদ্য গুদামে অভ্যন্তরীন ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) দুপুরে খাদ্য

গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত এক

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় মতিন মন্ডল (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে উপজেলার রাধানগর ইউনিয়নের চাড়ালডাঙ্গা গ্রামের শ্রী জটলা মন্ডলের

নীলফামারীতে চীনের ১০০০ শয্যা হাসপাতালের প্রস্তাবিত জমি পরিদর্শনে আসেন যুগ্ম সচিব ডঃ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান

মোঃ বাদশা প্রামানিক, নীলফামারী প্রতিনিধিঃ চীনের উপহারের ১০০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জন্য নীলফামারীর প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান।

Scroll to Top