১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে সফর, ১৪৪৭ হিজরি

মৌলভীবাজারে পেশাজীবী গাড়িচালকদের রিফ্রেশার্স প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

তরফদার মামুন, মৌলভীবাজার প্রতিনিধিঃ

ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার, এই সচেতনতামূলক স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে পেশাজীবী গাড়িচালকদের রিফ্রেশার্স প্রশিক্ষণ কর্মশালা-২০২৪-২৫। জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), মৌলভীবাজার সার্কেলের যৌথ আয়োজনে এ কর্মশালা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইসরাইল হোসেন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, মৌলভীবাজার।
প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানভীর হোসেন, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, মৌলভীবাজার।

এছাড়া উপস্থিত ছিলেন:

মু. হাবিবুর রহমান, সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং), বিআরটিএ মৌলভীবাজার সার্কেল,
ডা. মুরাদে আলম, মেডিকেল অফিসার, সিভিল সার্জন অফিস, মৌলভীবাজার,
অনিল বিকাশ চাকমা, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন), মৌলভীবাজার,
মোঃ সেলিম হাসান, মোটরযান পরিদর্শক, বিআরটিএ মৌলভীবাজার সার্কেল।

প্রশিক্ষণে পেশাজীবী চালকদের নিরাপদ, নিয়মমাফিক এবং সচেতনভাবে গাড়ি চালনার নানা কৌশল ও দিকনির্দেশনা দেওয়া হয়। এতে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়।

সড়কে ট্রাফিক আইন ও সাইন চিহ্ন বোঝার ও তা যথাযথভাবে অনুসরণ করার উপর গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো এবং হেলমেট বা সিটবেল্ট না পরার মত ঝুঁকিপূর্ণ অভ্যাস থেকে বিরত থাকার প্রতি দীর্ঘ সময় গাড়ি চালানোর ফলে শারীরিক ও মানসিক ক্লান্তির প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি যানবাহনের নিয়মিত রক্ষণাবেক্ষণ ও ব্রেক, লাইট, হর্নসহ প্রয়োজনীয় অংশগুলো পরীক্ষা করার গুরুত্ব।
চালকদের মাঝে পেশাদারিত্ব, মানবিক আচরণ এবং যাত্রীদের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব তৈরির বিষয়েও আলোচনা করা হয়। এ ধরনের প্রশিক্ষণ চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে দুর্ঘটনার হার হ্রাস করতে সহায়ক হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top