১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বিস্ফোরক মামলায় বেরোবির সহকারী রেজিস্ট্রার ও প্রক্টর অফিস কর্মকর্তা গ্রেপ্তার

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি

বিস্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সহকারী রেজিস্ট্রার ও প্রক্টর অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাফিউল ইসলাম রাসেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ মে) দিবাগত রাতে রংপুর মহানগরীর শাপলা এলাকার গোণেশপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোসাদ্দেকুল ইসলাম।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৬ জুলাই ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর সময় শিক্ষার্থীদের ওপর সংঘটিত সশস্ত্র হামলার ঘটনায় রাফিউল ইসলাম রাসেল সরাসরি জড়িত ছিলেন। ঘটনার সময়কার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, তিনি পুলিশ ও অস্ত্রধারী ছাত্রলীগ কর্মীদের উদ্দেশ্যে শিক্ষার্থীদের দিকে গুলি ছোড়ার প্ররোচনা দেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ঘটনার সময় এক সাংবাদিক তাকে এই বিষয়ে প্রশ্ন করলেও তিনি কোনো সদুত্তর দেননি।

এছাড়াও, আলোচিত আবু সাঈদ হত্যা মামলার এজাহারেও রাসেলের নাম রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়ের করা বিস্ফোরক দ্রব্যাদি আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন অর রশীদ জানান, “বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির রিপোর্টে তার নাম উঠে আসে এবং প্রশাসনিকভাবে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মামলা ও তদন্ত সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

প্রসঙ্গত, গত ৭ মে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত সশস্ত্র হামলার ঘটনায় ছাত্রলীগ সভাপতি পোমেল বড়ুয়াসহ ৭১ জনকে আসামি করে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করে। সেই মামলারই অন্যতম অভিযুক্ত হিসেবে রাসেলকে গ্রেপ্তার করা হলো।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top