৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই জিলকদ, ১৪৪৬ হিজরি

একজন ‘মানবিক ইউএনও’র বিদায়

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

একজন ‘মানবিক ইউএনও’ হিসেবে পরিচিতি নিয়েই চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা থেকে বৃহস্পতিবার বিদায় নিলেন নিশাত আনজুম অনন্যা । যোগদানের কিছু দিনের মধ্যেই নিজ গুণে সর্বস্তরের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন তিনি। উপজেলাবাসী একজন সজ্জন, কর্মঠ, জনবান্ধব ও দক্ষ অফিসারকে হারিয়ে আজ বেদনাবিধুর।

গত প্রায় ১৭ মাস গোমস্তাপুর উপজেলার মানুষকে সেবা করার সুযোগ পেয়েছেন তিনি। এ সময়ে তিনি সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে জনগণের সেবা দিয়েছেন। তিনি উপজেলার সার্বিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন।বিভিন্ন উন্নয়নমূলক কাজে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। জনগুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপর ছিল তার সজাগ দৃষ্টি। তার প্রশাসনিক এলাকায় জনস্বার্থবিরোধী কোন ঘটনা তার নজরে এলে কালবিলম্ব না করে তাৎক্ষণিক সরেজমিনে গিয়ে জনগণকে সাথে নিয়ে তা দৃঢ়তার সাথে মোকাবেলা করেছেন। মাঠ প্রশাসনের কর্মকর্তাদের যে মূলধর্ম কাজের মধ্যদিয়ে জনগণের আস্থা অর্জন করতে তিনি সক্ষম হয়েছেন।

সাংবাদিক শাহিন বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনিসমূহে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এবং বিভিন্ন সামাজিক সংগঠন বা তরুণ শক্তিকে পুনরুজ্জীবিত করতে সক্ষম হয়েছেন তিনি।

ফটো সাংবাদিক আনোয়ার হোসেন বলেন, আমি সরকারি প্রোগ্রামগুলো কভারেজ করতে গিয়ে লক্ষ্য করেছি, তা হলো, উনি খুব স্থির ও ধৈর্যশীল মানুষ। মানুষের কথা মনোযোগ দিয়ে শুনতেন। বিরক্ত, অবহেলা বা ব্যস্ততা দেখাতেন না কাউকে।

গোমস্তাপুর স্মার্ট প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওয়াদুদ বলেন, তিনি জনবান্ধব মানুষ ছিলেন। অল্প সময়ের মধ্যে উপজেলার সকল শ্রেণি পেশার মানুষের মন জয় করেছিলেন। নিম্নশ্রেণি থেকে উচ্চপদস্থ লোক খুব সহজে তার কাছে যেত পারত। কোন ঘটনাঘটলে তাৎক্ষণিকভাবে ছুটে যেতেন। সাংবাদিক তুহিন বলেন তিনি অত্যন্ত নর্ম ভদ্র ও বিনয়ের একজন মানুষ ছিলেন তার কাছে দাপ্তরিক বিভিন্ন সমস্যা নিয়ে গেলে তিনি সুন্দরভাবে সেই সমস্যা সমাধান করে দিতেন I হঠাৎ একজন মানবিক ইউএনওর বদলির খবর শুনে কান্নায় ভেঙে পড়লেন গোমস্তাপুর উপজেলার হাজারো মানুষ তারা বলেন এরকম ইউএনও বাংলাদেশের প্রতিটা উপজেলাই দরকার এছাড়াও বিভিন্ন সংগঠন ও সাংবাদিক বৃন্দ এমন মানবিক ইউএনওকে হারিয়ে দুঃখ প্রকাশ করেন I

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

উজিরপুরে রাস্তা নির্মান কাজের উদ্বোধন করেন ইউএনও আলী সুজা

মোঃ মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার ৮ নং শিকারপুর ইউনিয়নের মাদার্শী গ্রামের মুনসুর মল্লিকের বাড়ি থেকে মুন্সিবাড়ি পর্যন্ত রাস্তার ইট সলিং

উজিরপুরে আইন শৃঙ্খলা, উপজেলা পরিষদের মাসিক সভা ও নদী রক্ষা কমিটির সভা অনুষ্ঠিত

মোঃ মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির সভা, উপজেলা পরিষদের উদ্যোগে মাসিক সভা ও নদী রক্ষা কমিটির সভা অনুষ্ঠিত

৭ মে নিরাপদ সড়ক আন্দোলন’ (নিসআ) কুমিল্লা জেলা কমিটি ঘোষণা

মোহাম্মদ সাদেকুল ইসলাম, মুরাদনগর প্রতিনিধি ২০১৮ সালে নিরাপদ সড়কের দাবিতে সংঘটিত ঐতিহাসিক ছাত্র আন্দোলন তথা এশিয়ার সর্ববৃহৎ কিশোর বিদ্রোহ থেকে গঠিত সংগঠন “নিরাপদ সড়ক আন্দোলন”

মৌলভীবাজারে পেশাজীবী গাড়িচালকদের রিফ্রেশার্স প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

তরফদার মামুন, মৌলভীবাজার প্রতিনিধিঃ ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার, এই সচেতনতামূলক স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে পেশাজীবী গাড়িচালকদের রিফ্রেশার্স প্রশিক্ষণ কর্মশালা-২০২৪-২৫। জেলা

Scroll to Top