৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই জিলকদ, ১৪৪৬ হিজরি

দারুননাজাত গর্ভনিং বডির সদস্য কর্তৃক শিক্ষক লাঞ্ছিত: শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, নরসিংদী প্রতিনিধিঃ

দারুননাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসায় গর্ভনিং বডির সদস্য ক্বারী হাসান আলী কর্তৃক দারুননাজাত তাখসীসি মাদরাসার শিক্ষক মাওলানা ফারুক আহমেদকে লাঞ্ছনার অভিযোগে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, গর্ভনিং বডির সদস্য ক্বারী হাসান আলী তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাদের শিক্ষক মাওলানা ফারুক আহমেদের গায়ে প্রকাশ্যে হাত তোলেন, যা শিক্ষক সমাজ ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের জন্য চরম অবমাননাকর ও লজ্জাজনক ঘটনা। এই ঘটনায় ক্ষুব্ধ ও মর্মাহত শিক্ষার্থীরা দ্রুত দোষী ব্যক্তির বিচার এবং দারুননাজাত গভর্নিং বডির বর্তমান গঠন পুনর্বিবেচনার দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, “শিক্ষক লাঞ্ছনার মত ঘটনা আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য অশনি সঙ্কেত। আমরা এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।”

মাদরাসার আলিম ১ম বর্ষের শিক্ষার্থী এইচ এম উসমান গণি বলেন,”আমরা কখনো কল্পনাও করিনি যে একটি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে এমন একটি অনাকাঙ্ক্ষিত ও লজ্জাজনক ঘটনা ঘটবে। গভর্নিং বডির সদস্য হয়ে যদি শিক্ষককে এভাবে অপমান করে, তাহলে শিক্ষার্থীরা কী শিখবে?”

আরেক শিক্ষার্থী আব্দুল্লাহ আল মোজাহিদ বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানে আদর্শ, সহমর্মিতা ও শিষ্টাচার প্রতিষ্ঠা না হলে ভবিষ্যৎ প্রজন্মের নৈতিক অবক্ষয় অনিবার্য হয়ে উঠবে।”

প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীরা ব্যানার হাতে অবস্থান নেন এবং শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরেন।

এই কর্মসূচির আয়োজন করে দারুননাজাত ও তাখসীসি মাদরাসার সাধারণ শিক্ষার্থীরা। তাঁরা বলেন, দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

চাকুরীর দেয়ার নামে টাকা হাতিয়ে নেয়া সেই প্রতারক গ্রেফতার

রবিউল ইসলাম বাবুল, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় চাকুরী দেয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের সদস্য সাইদুর রহমান বিপ্লব কে গ্রেপ্তার

খোকসায় ডেইরি উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোঃ নুর আলম পাপ্পুঃ, খোকসা কুষ্টিয়াঃ কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর ইউনিয়নের একতারপুরে ডেইরি উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ক একটি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮

বগুড়ায় পাঁচটি গুদাম থেকে ৫ হাজার কেজি পলিথিন জব্দ

সজীব হাসান, বগুড়া প্রতিনিধি: বগুড়ার রাজা বাজার এলাকার রওশন মার্কেটের পাঁচটি গুদাম থেকে নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত

ন্যাশনাল পাথওয়ে ডকুমেন্টের পরিকল্পিত কর্মপরিকল্পনা প্রণয়নে বরিশালে সাব-ন্যাশনাল ডায়লগ অনুষ্ঠিত

জাকির হোসেন হাওলাদার, দুমকী ও পবিপ্রবি (পটুয়াখালী) প্রতিনিধি : ন্যাশনাল পাথওয়ে ডকুমেন্টের আওতাধীন কর্মপরিকল্পনা (Plan of Action) প্রণয়নের লক্ষ্যে ৮ মে বরিশালের খামারবাড়িতে একটি গুরুত্বপূর্ণ

Scroll to Top