ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ আয়োজিত ‘US Embassy: Exchange Opportunities’ সেমিনারে অংশগ্রহণের পর ভূগোল ও পরিবেশ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নুরুন নাহার শ্রাবনী U.S. Department of State-এর Study of the U.S. Institutes for Global Student Leaders প্রোগ্রামে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন।
জানা যায়, তিনি আগামী ২৪শে জুন থেকে ২৬শে জুলাই পর্যন্ত নেভাডা, মার্কিন যুক্তরাষ্ট্রে এই প্রশিক্ষণে অংশ নেবেন।
এই উপলক্ষে বৃহস্পতিবার (০৮মে) শ্রাবনী এবং সেমিনার আয়োজক একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামসুন নাহার (ইউএস এক্সচেঞ্জ অ্যালামনাই) উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। উপাচার্য মহোদয় এ সময় উক্ত শিক্ষার্থীকে শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী এই প্রথম এই ধরনের এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহনের সুযোগ পেয়েছে।