২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে সফর, ১৪৪৭ হিজরি

আব্দুল হামিদের দেশত্যাগে জড়িতদের শাস্তি নিশ্চিত না করতে পারলে আমি পদত্যাগ করবো: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিনিধি:
সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগে সহযোগিতায় জড়িতদের বিচারের আওতায় আনতে না পারলে পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (৮ মে) বিকেলে দিনাজপুর জেলা প্রশাসনের বাইরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভে তিনি এই মন্তব্য করেন। সাবেক রাষ্ট্রপতির বিদেশে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িতদের বিচার দাবিতে শিক্ষার্থীরা সেখানে প্রতিবাদ সমাবেশ করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা মতবিনিময় সভা শেষে বের হওয়ার সময় বিক্ষোভকারীরা তার সামনে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তাদের উদ্দেশে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের বিষয়টি আমার অগোচরেই ঘটেছে। এটি কোনোভাবেই হওয়া উচিত ছিল না। দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। শুধু প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ থাকছি না, আমরা অ্যাকশনে যাচ্ছি।”

গত বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছাড়েন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এর আগে রাত ১১টার দিকে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে ইমিগ্রেশনের প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তিনি দেশ ত্যাগ করেন।

উল্লেখ্য, সাবেক এই রাষ্ট্রপতির বিরুদ্ধে সহিংসতার ঘটনায় একটি মামলা রয়েছে। চলতি বছরের ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে ওই মামলাটি দায়ের করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top