নিজস্ব প্রতিনিধি:
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদ থেকে সরে দাঁড়ালেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। বৃহস্পতিবার (৮ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড সভা শেষে এক সংবাদ সম্মেলনে তার পদত্যাগের বিষয়টি জানানো হয়।
বোর্ড সভায় সিদ্ধান্ত অনুযায়ী, স্নিগ্ধ এখন থেকে ফাউন্ডেশনের গভর্নিং বডির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। তার স্থলাভিষিক্ত হিসেবে ফাউন্ডেশনের নতুন সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবর।
পদত্যাগের কারণ ব্যাখ্যা করে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, “উচ্চশিক্ষায় মনোযোগ দিতে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। রাজনীতিতে যুক্ত হওয়ার কোনো ইচ্ছা নেই; একান্তই শিক্ষার জন্যই এই পদত্যাগ।”
নতুন দায়িত্বে লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবর ফাউন্ডেশনের কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। বোর্ড সভায় ফাউন্ডেশনের ভবিষ্যৎ কার্যক্রম ও উন্নয়ন পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।