রবিউল ইসলাম বাবুল, লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় চাকুরী দেয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের সদস্য সাইদুর রহমান বিপ্লব কে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার (০৮ মে) দুপুরে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক।
এর আগে বুধবার রাতে গোপনে সংবাদ পেয়ে কালীগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল কাকিনা ইউনিয়নের মহিষামুড়ী গ্রামে অভিযান চালিয়ে প্রতারক চক্রের সদস্য সাইদুর রহমান বিপ্লব (৩৩)কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।
খোঁজ নিয়ে জানাগেছে সাইদুর রহমান বিপ্লব কাকিনা ইউনিয়নের মহিষামুড়ী গ্রামের মঈন আলীর ছেলে। তার বিরুদ্ধে সরকারী দপ্তরের বিভিন্ন সময় বিভিন্ন অফিসের বড় কর্তা সেজে চাকুরী পাইয়ে দেওয়ার নামে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
এদিকে এক সংবাদ সম্মেলনে ওসি সেলিম মালিক আরও বলেন,গ্রেফতার কৃত সাইদুর রহমান বিপ্লবের প্রতারণা করার ইতিহাস বেশ পুরোনো। সে প্রথমে বিভিন্ন ভাবে নিজেকে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবর পরিচয় দিতেন। অতঃপর সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করে প্রতরণা করতেন। এক যুগ আগে এই প্রতারক নিজেকে জেলা প্রশাসক (ডিসি) পরিচয় দিয়ে প্রতারণা করতে গিয়ে জনতার হাতে ধৃত হন। সেই ঘটনায় দায়ের হওয়া দুটি মামলায় তাঁর জেল হয়েছিল। কিন্তু সে জেল খেটে কারামুক্তির পরেও একই ধরনের প্রতারণা চালিয়ে যায় সে।।
এব্যপারে কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিকের সঙ্গে মুঠোফোন আলোচনা হলে তিনি দৈনিক আমার বাংলাদেশের সাংবাদিক রবিউল ইসলাম বাবুল কে বলেন, সাইদুর রহমানের বিরুদ্ধে দেশের সাতটি থানায় মোট আটটি মামলা বিচারাধীন রয়েছে। এই মামলা গুলোতে তাঁর বিরুদ্ধে সরকারি কর্মকর্তা সেজে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।
সাইদুর রহমান বিপ্লব একটি সুসংগঠিত প্রতারক চক্রের সদস্য। এই চক্রটি দীর্ঘদিন ধরে বেকার নারী–পুরুষকে সরকারি চাকরির স্বপ্ন দেখিয়ে তাঁদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত সাইদুর রহমান বিপ্লব। সে নিজেকে কখনও শিক্ষা দপ্তরের বড় কর্তা, কখনও খাদ্য দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা আবার কখনও অন্য কোনো গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তি হিসেবে পরিচয় দিতেন। তাঁর মিষ্টি কথায় বিশ্বাস করে অনেকে সর্বস্বান্ত হয়েছেন বলে তিনি জানান।
সংবাদ সম্মেলনে ওসি সেলিম মালিক সাধারণ মানুষকে এ ধরনের প্রতারক চক্রের ফাঁদে পা না দেওয়ার জন্য সতর্ক থাকার আহ্বান জানান এবং যে কোনো ব্যক্তি কে সন্দেহ জনক মনে হলে এ বিষয়ে দ্রুত পুলিশকে জানানোর জন্য অনূরোধ করেন তিনি।
সৃষ্ট ঘটনায় গ্রেফতার কৃত প্রতারক চক্রের সদস্য সাইদুর রহমান বিপ্লব কে জেল হাজতে প্রেরোণ করা হয়েছে।