নিজস্ব প্রতিবেদক:
ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তানের পালটা অভিযানে অন্তত ৪০ থেকে ৫০ জন ভারতীয় সেনাসদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছেন দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রী আত্তা তারার। বৃহস্পতিবার পাকিস্তানের সংসদে একটি প্রস্তাবের ওপর বক্তব্য দিতে গিয়ে তিনি এ তথ্য জানান। খবর সামা টিভির।
মন্ত্রী বলেন, “নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর ভারতীয় বাহিনীকে কার্যকর ও শক্তিশালী প্রতিক্রিয়া জানাতে পাকিস্তান সেনাবাহিনীকে পূর্ণ অধিকার দেওয়া হয়েছে। আমাদের জবাব এসেছে এবং আরও আসবে। এটি এমন একটি জবাব হবে যা বিশ্ব মনে রাখবে।”
তিনি আরও বলেন, “ভারতের অহংকার চূর্ণ হয়েছে। তারা নিজেদের অজেয় ভাবলেও এখন লজ্জিত অবস্থায় আছে।”
ভারত এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি এবং তাদের কোনো সেনাসদস্যের মৃত্যুর খবর নিশ্চিত করেনি।