নিজস্ব প্রতিবেদক:
ভারতের ড্রোন হামলায় আতঙ্কিত হয়ে পড়েছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশ নিতে যাওয়া বাংলাদেশের দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা। দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরতে চান তারা।
বৃহস্পতিবার বিকেলে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের কাছাকাছি অঞ্চলে ড্রোন হামলার ঘটনা ঘটে। এ হামলার কারণে পিএসএলের ওই দিনের দুটি ম্যাচ বাতিল করে আয়োজকরা।
লেগ স্পিনার রিশাদ হোসেন লাহোর কালান্দার্সের হয়ে এবং তরুণ পেসার নাহিদ রানা পেশোয়ার জালমির হয়ে পিএসএলে খেলতে পাকিস্তানে অবস্থান করছিলেন।
হামলার পরপরই তারা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভির সঙ্গে দেখা করে দ্রুত দেশে ফিরে আসার আগ্রহ প্রকাশ করেন। শুধু রিশাদ ও রানা নন, আরও কয়েকজন বিদেশি খেলোয়াড়ও একই অনুরোধ জানিয়েছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র জানায়, রিশাদ ও নাহিদ উভয়েই নিরাপদে রয়েছেন। তবে তারা ড্রোন হামলায় আতঙ্কিত হয়ে পড়েছেন এবং দ্রুত দেশে ফিরতে চান।
ভারতের এই ড্রোন হামলার পর পিএসএলের ভবিষ্যৎ কিংবা বিদেশি খেলোয়াড়দের নিরাপত্তা ও ভ্রমণ সংক্রান্ত বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড।