নিজস্ব প্রতিবেদক:
পহেলগাঁওকাণ্ডের জবাবে ভারতীয় সেনাবাহিনী পরিচালিত ‘অপারেশন সিঁদুর’-এ পাকিস্তানের ৯টি জঙ্গিঘাঁটি ধ্বংস করে দেওয়ার পর দেশজুড়ে চলছে জয়ের উচ্ছ্বাস। হিমাচল থেকে বলিউড, টালিউড থেকে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি—সবখানে সেনাবাহিনীর প্রশংসায় মুখর তারকারা। কিন্তু এই আবেগঘন মুহূর্তে একেবারেই বিপরীত সুর শোনা গেল বর্ষীয়ান সংগীতশিল্পী কবীর সুমনের কণ্ঠে।
দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে কবীর সুমন স্পষ্ট জানিয়ে দেন, তিনি যেকোনো ধরনের যুদ্ধের বিরুদ্ধে। বলেন, “যে-ই যুদ্ধে নামুক, যেভাবেই নামুক, যে কারণেই নামুক—আমি যুদ্ধের সম্পূর্ণ বিরোধী। যুদ্ধ চাই না।”
তিনি বলেন, “আমি যুদ্ধবিরোধী মানুষ। আমার গানেই যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছি। আজ নিশ্চয়ই সেই গান শুভবুদ্ধিসম্পন্ন মানুষদের মনে পড়বে।”
দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলেও নিজের অবস্থান ব্যাখ্যা করেন সুমন। বলেন, “আমার কাছে দেশপ্রেম একটা বুজরুকি। এই তথাকথিত দেশপ্রেমে মানবপ্রেম নেই, প্রাণীদের প্রতি মমতা নেই। শুধুই জিগির।”
দেশভাগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “দেশ ভাগের সময় কেউ কি আমাদের অনুমতি নিয়েছিল? সাধারণ মানুষের মতামত কি কেউ চেয়েছিল? তাহলে সেই ভাগাভাগির ভিত্তিই বা কী ছিল?”
তিনি আরও যোগ করেন, “যুদ্ধ মানেই ধ্বংস। যেখানে নিরীহ প্রাণী, গাছপালা, পাখি, পোকামাকড় মারা পড়ে। পানির উৎস বিষাক্ত হয়। অথচ এসব নিয়ে কেউ কথা বলে না।”
যুদ্ধ ও প্রতিহিংসার আবহে কবীর সুমনের এই মন্তব্য সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।