৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দিতে ক্রিকেট ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান, ৭ উইকেটে সোবহান স্মৃতি ক্রিকেট একাদশ চাম্পিয়ন

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাড়াদী বহরপুর রেলওয়ে ফুটবল মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইসমলামপুর ইউনওয়নের ৯নং ওয়ার্ডের আয়োজনে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৯ মে) দুপুরে জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাড়াদী বহরপুর রেলওয়ে ফুটবল মাঠে উক্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় যে দুটি দল অংশগ্রহণ করে তারা হল রাজবাড়ীর হাজী সোবহান স্মৃতি ক্রিকেটে একাদশ ও বাণীবহ হবি স্মৃতি ক্রিকেট ফাইনাল। খেলায় রাজবাড়ীর হাজী সোবহান স্মৃতি ক্রিকেট একাদশ ৭ উইকেটে বাণীবাহ হবি স্মৃতি ক্রিকেট একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলায় রাজবাড়ীর হাজী সোবহান স্মৃতি ক্রিকেটে একাদশ ট্রসে জিতে বাণীবহ হবি স্মৃতি ক্রিকেট একাদশকে ব্যাটিংয়ে পাঠায়। বাণীবহ হবি স্মৃতি ক্রিকেট একাদশ সবগুলো উইকেট হারিয়ে ১১১ রানা করে। জবাবে রাজবাড়ী হাজী সোবহান স্মৃতি ক্রিকেট ফাইনাল ৩ উইকেট হারিয়ে ১১২ রান করে চ্যাম্পিয়ন হয়।

৯নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোহাম্মদ আব্দুস সোবহানের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ (বালিয়াকান্দি-পাংশা-কালুখালী) নির্বাচনী এলাকার ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোঃ হারুন অর রশিদ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র নেতা রেজাউক করিম সিকদার পিন্টু, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার ভূঁইয়া, আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ আশিক ও বাচ্চু মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, নবাবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মাহফুজুর রহমান চুন্নু, ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাডভোকেট সাজেদুল ইসলাম ইদ্রিস, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রেজা, ভরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ সুমন, আবুল কালাম আজাদ বকুল, নুরুল ইসলাম, তানিয়া পারভিন প্রমুখ।

শেষে চ্যাম্পিয়ন ও রানার অফ খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম শওকত সেরাজ। সন্ধ্যার পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top