আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সন্দ্বীপ উপজেলার হরিশপুর ইউনিয়নে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ মে ২০২৫) বিকাল ৩টায় হাজী আব্দুল মালেক ইসলামিয়া মাদ্রাসার অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইসলামি ছাত্রশিবির সন্দ্বীপ উপজেলা শাখার সাবেক সভাপতি আব্দুল্লাহ আল আজিজ সজিবের সঞ্চালনায় সভাপতিত্ব করেন হরিশপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসাইন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, চট্টগ্রাম উত্তর জেলা আমীর এবং চট্টগ্রাম-০৩ (সন্দ্বীপ) আসনে দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা আলাউদ্দীন সিকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম উত্তর জেলা মজলিসে শুরা সদস্য ও সন্দ্বীপ উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ।
প্রধান অতিথির বক্তব্যে আলাউদ্দীন সিকদার বলেন, “জামায়াতে ইসলামী দেশের সৎ, আদর্শবান নেতৃত্ব গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। এ সংগঠনের কোনো নেতার বিরুদ্ধে দুর্নীতি কিংবা অনৈতিকতার অভিযোগ নেই। স্বাধীনতা-পরবর্তী সময়ে সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী ও আলী হাসান মুজাহিদের বিরুদ্ধেও একটি টাকার দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়নি। অথচ অন্যায়ভাবে তাঁদের প্রাণ হরণ করা হয়েছে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ দুর্নীতি, লুটপাট ও অনিয়মের কারণে পিছিয়ে রয়েছে। জামায়াতে ইসলামী দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে এবং নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠায় কাজ করছে।”
বিশেষ অতিথি মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ বলেন, “বিগত ১৬ বছরে দেশে সন্ত্রাস, গুম, খুন, অর্থপাচার এবং শিক্ষাব্যবস্থার অবক্ষয় বেড়েছে। শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সমাজ থেকে দুর্নীতি-অনাচার দূর করতে কোরআনের আইন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। পাশাপাশি সৎ ও আদর্শবান নেতৃত্ব প্রয়োজন।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা তথ্য ও প্রচার সম্পাদক মোহাম্মদ শাহেদ খান, উপজেলা যুব বিভাগ সভাপতি মোহাম্মদ মাকছুদুর রহমান, ইসলামি ছাত্রশিবির চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাবেক অফিস ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির এবং সাবেক চৌমুহনী কলঘর ইসলামী পাঠাগারের সেক্রেটারি মোহাম্মদ মাইন উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় সুধীজন, জামায়াত ও ছাত্রশিবির নেতাকর্মীসহ বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।