১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

বেরোবিতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি:
দেশের ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত গুচ্ছ পদ্ধতিতে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (০৯ মে, ২০২৫) সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ রংপুর অঞ্চলের ১১টি কেন্দ্রে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৯৯৪ জন, কারমাইকেল কলেজ কেন্দ্রে ৩ হাজার ৫৯১ জন, রংপুর সরকারি কলেজ কেন্দ্রে ১ হাজার ৩৮৫ জন, সরকারি বেগম রোকেয়া কলেজ কেন্দ্রে ১ হাজার ৪৮৭ জন, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৪ হাজার ৩৩৭ জন, দি মিলেনিয়াম স্টারস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ১ হাজার ৫৭১ জন, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৩ হাজার ২৩৯ জন, কালেক্টরেট স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ১ হাজার ৮৩২ জন, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্রে ৯২৩ জন, কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৯৩৯ জন এবং লায়ন্স স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ১ হাজার ৩৯৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। ১১ পরীক্ষা কেন্দ্রে মোট উপস্থিত পরীক্ষার্থীর হার ৯২.৩৮%।

পরীক্ষা চলাকালীন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে একজন ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে উপাচার্য জানান, ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় এ ইউনিটে রংপুর অঞ্চলের ১১টি কেন্দ্রে সর্বোচ্চ সংখ্যক পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে।

গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের ফলে শিক্ষার্থীদের সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াতের ভোগান্তি লাঘব হয়েছে বলে জানান তিনি। উপাচার্য শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা সম্পন্ন করায় সন্তোষ প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ ভর্তি পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

ইবিতে ‘এ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা  সম্পন্ন, উপস্থিতি ৯০.৬৯ শতাংশ 

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)কেন্দ্রে গুচ্ছভুক্ত ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে বিজ্ঞান বিভাগের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে ৮৮৬০ পরীক্ষার্থীর

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

মোঃ ফাহিম, পবিপ্রবি প্রতিনিধি: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ মে) জুমার নামাজের

যে ১৬ সাংবাদিক স্থান পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের বার্ষিক দিনপঞ্জিতে

মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা, জাককানইবি প্রতিনিধি নজরুল তীর্থ নামে খ্যাত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বার্ষিক দিনপঞ্জি-২০২৫ এ “ক্যাম্পাস সাংবাদিকবৃন্দ” কলামে যুক্ত করা হয়েছে

বেরোবিতে গুচ্ছভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে নবম শ্রেণি পাস যুবক আটক

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে একজন যুবককে আটক করা হয়েছে। আটক

Scroll to Top