১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

আদমদীঘিতে নেশার ট্যাবলেট ট্যাপেন্টাডল সহ গ্রেফতার ৪

সজীব হাসান, বগুড়া প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘিতে পুলিশের মাদকবিরোধী সাঁড়াশি অভিযানে ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাতে আদমদীঘি উপজেলার মুরইল বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন:

  • আদমদীঘি উপজেলার মুরইল বাজারের লয়েজ মণ্ডলের ছেলে নাঈম মণ্ডল (২৫),
  • মুরইল তালুকদার পাড়ার জছির মণ্ডলের ছেলে মিরাজ মণ্ডল (২২),
  • মুরইল পূর্বপাড়ার একরাম হোসেনের ছেলে রুবেল হোসেন (২৯),
  • ও নওগাঁর আত্রাই উপজেলার ভূপাড়া এলাকার জহুরুল সরদারের ছেলে আরিফ সরদার রাব্বি (১৯)।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এস.এম. মোস্তাফিজুর রহমান জানান, উপজেলাজুড়ে মাদকবিরোধী ধারাবাহিক সাঁড়াশি অভিযান চলমান রয়েছে।

গত বৃহস্পতিবার দিবাগত রাতে থানার উপ-পরিদর্শক ফেরদৌস আলী সঙ্গীয় ফোর্সসহ মুরইল বাজার এলাকায় অভিযান চালিয়ে জনৈক নাঈম মণ্ডলের শয়নকক্ষে মাদক রেখে বিক্রির সময় উল্লেখিত চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

এর আগে এসআই ফেরদৌস আলী আদমদীঘি বাজার এলাকা থেকে ১২ পিস ইয়াবা, দত্তবাড়িয়া গুচ্ছগ্রাম থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজাসহ আরও ৭ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে শুক্রবার বেলা ১১টায় আদালতে প্রেরণ করা হয়েছে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

হজযাত্রী পৌঁছেছেন ৩৭ হাজার, মারা গেছেন ৫ জন

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের হজ কার্যক্রমে অংশ নিতে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ৩৭ হাজার ১১৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। শুক্রবার (৯ মে) দিবাগত রাত

সন্দ্বীপের হরিশপুরে জামায়াতে ইসলামীর সুধী সমাবেশ অনুষ্ঠিত

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সন্দ্বীপ উপজেলার হরিশপুর ইউনিয়নে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ মে ২০২৫) বিকাল ৩টায় হাজী আব্দুল মালেক

তজুমদ্দিনে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ করে সংবাদ সম্মেলন

খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি: ভোলার তজুমদ্দিন উপজেলায় শিক্ষক ও অফিস সহকারীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করে সম্মানহানির প্রতিবাদে সংবাদ সম্মেলন। শুক্রবার (১০ মে) বিকালে তজুমদ্দিন

গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় আহত ১১

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় আহত ১১ জন । শুক্রবার (৯ মে ) আনুমানিক রাত ৮ঃ০০ টার দিকে আড্ডা টু রহনপুর সড়কের

Scroll to Top