আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু জাফর মাহমুদকে স্বপদে পুনর্বহালের অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ মে) সন্ধ্যায় নারায়ণহাট বাজারে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
প্রথমে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বাজারের গুরুত্বপূর্ণ স্থানে মানববন্ধনে অংশ নেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ।
বক্তারা বলেন, “আবু জাফর মাহমুদ বিগত ১৬ বছর ধরে আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে এলাকার সাধারণ মানুষের উপর জুলুম-নিপীড়ন চালিয়েছেন। মামলা-মোকদ্দমা দিয়ে সাধারণ মানুষের হয়রানির নজির রেখেছেন। এখন আবার স্বপদে ফিরতে মরিয়া হয়ে উঠেছেন। আমরা এ অপচেষ্টার তীব্র প্রতিবাদ জানাই।”
বক্তব্য দেন মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ আব্দুল করিম, মোহাম্মদ শফি, মোহাম্মদ বোরহান, মোহাম্মদ এরশাদ ও মোহাম্মদ ফারুকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা আরও বলেন, “এ জুলুমবাজের নারায়ণহাট ইউনিয়নে আর ঠাঁই হবে না। পুনরায় চেয়ারম্যানের পদে ফিরতে চাইলে তাকে কঠোরভাবে প্রতিহত করা হবে।”
এসময় জনমুখে প্রচলিত বিভিন্ন অভিযোগও তুলে ধরা হয়। উপস্থিত বক্তারা জানান, আবু জাফর এক সময় উত্তর ফটিকছড়ির শীর্ষ সন্ত্রাসী আবু তৈয়ব ও নাজিমের প্রতিনিধি হিসেবে কাজ করতেন। তাদের ব্যবহার করে এলাকা দখল ও সাধারণ মানুষকে শায়েস্তা করতেন।
বক্তারা চেয়ারম্যান আবু জাফর মাহমুদ এবং তার সহযোগীদের সাবধান করে দিয়ে বলেন, “ভবিষ্যতে ইউনিয়নে কোনো ধরনের অনিয়ম, জুলুম ও হয়রানি বরদাশত করা হবে না।”