১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

হজযাত্রী পৌঁছেছেন ৩৭ হাজার, মারা গেছেন ৫ জন

নিজস্ব প্রতিবেদক:

চলতি বছরের হজ কার্যক্রমে অংশ নিতে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ৩৭ হাজার ১১৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। শুক্রবার (৯ মে) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত ৯২টি ফ্লাইটে তাঁরা সৌদিতে যান। হজযাত্রায় এখন পর্যন্ত ৫ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে।

হজ অফিস ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের বরাতে শনিবার (১০ মে) হজ সংক্রান্ত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এ বছর সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজ পালন করতে যাচ্ছেন। এ পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় সৌদি আরবে পৌঁছেছেন ৪ হাজার ৫৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩২ হাজার ৫৫১ জন। এখন পর্যন্ত ৮৫ হাজার ৫১৩টি ভিসা ইস্যু হয়েছে।

হেল্প ডেস্কের তথ্য অনুযায়ী, বিমানে যাওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৪৫টি, সৌদি এয়ারলাইন্স ৩১টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স ১৬টি।

মারা যাওয়া পাঁচজন হজযাত্রীর মধ্যে চারজন পুরুষ এবং একজন নারী। সর্বশেষ ৯ মে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার হাফেজ উদ্দিন (৭৩) সৌদি আরবে মৃত্যুবরণ করেন।

প্রথম হজ ফ্লাইটটি ২৯ এপ্রিল ঢাকা থেকে ছেড়ে যায়, যাতে ৩৯৮ জন হজযাত্রী ছিলেন। এ বছরের শেষ হজ ফ্লাইট যাবে ৩১ মে। হজের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর প্রথম ফিরতি ফ্লাইট হবে ১০ জুন এবং সবশেষ হজযাত্রী ফিরবেন ১০ জুলাই।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে এ বছর হজ অনুষ্ঠিত হতে পারে ৫ জুন। হজ কার্যক্রমে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে ৭০টি হজ এজেন্সি।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

সৈয়দপুরে ধানক্ষেত থেকে রাফি নামে যুবকের রক্তাক্ত মরাদেহ উদ্ধার

মোঃ বাদশা প্রামানিক, নীলফামারী প্রতিনিধিঃ সৈয়দপুরে ধানক্ষেত থেকে রাফি (২২) নামে এক যুবকের রক্তাক্ত মরাদেহ উদ্ধার করেছে সৈয়দপুর থানা পুলিশ। শুক্রবার (৯ মে) আনুমানিক রাত

আদমদীঘিতে নেশার ট্যাবলেট ট্যাপেন্টাডল সহ গ্রেফতার ৪

সজীব হাসান, বগুড়া প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে পুলিশের মাদকবিরোধী সাঁড়াশি অভিযানে ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাতে

সন্দ্বীপের হরিশপুরে জামায়াতে ইসলামীর সুধী সমাবেশ অনুষ্ঠিত

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সন্দ্বীপ উপজেলার হরিশপুর ইউনিয়নে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ মে ২০২৫) বিকাল ৩টায় হাজী আব্দুল মালেক

তজুমদ্দিনে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ করে সংবাদ সম্মেলন

খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি: ভোলার তজুমদ্দিন উপজেলায় শিক্ষক ও অফিস সহকারীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করে সম্মানহানির প্রতিবাদে সংবাদ সম্মেলন। শুক্রবার (১০ মে) বিকালে তজুমদ্দিন

Scroll to Top